কলকাতা: তাঁর নেতৃত্বে জোড়া আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রথম বার ২০১২ সালে। ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে। তারপর ২০১৪ সালে। ফাইনালে পাঞ্জাব কিংস (তখন কিংস ইলেভেন পাঞ্জাব)-কে হারিয়ে।


কিন্তু তারপর থেকে আর ট্রফির দেখা পায়নি কেকেআর। ভাগ্য ফেরাতে এবার সেই গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) নতুন দায়িত্ব দিয়ে ফিরেয়ছে শাহরুখ খান-জুহি চাওলার দল। কেকেআর-এর মেন্টর হিসাবে দায়িত্ব নিয়েছেন গৌতি। নতুন জুতোয় পা গলিয়ে এবার তাঁকে খুঁজতে হবে একাধিক প্রশ্নের উত্তর।


প্রথমেই গম্ভীরকে খুঁজতে হবে আগের ৯ আইপিএলে ব্যর্থতার কারণ। গত ৯ বারের আইপিএলে একবার শুধু ফাইনালে খেলেছে কেকেআর। টুর্নামেন্টে ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না কেকেআর। শুরুতেই হয়তো পরপর কয়েকটা ম্যাচ জিতছে। তারপর টানা চার-পাঁচটি ম্যাচ হেরে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাচ্ছে। ধারাবাহিকতার অভাব দূর করতে চাইবেন গৌতি।


অধিনায়ক সমস্যার সমাধান করতে হবে গম্ভীরকে। গতবার পিঠের অস্ত্রোপচারের জন্য খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। তাঁর পরিবর্তে নেতৃত্ব দিয়েছিলেন নীতীশ রানা। এবারও আইপিএল শুরুর আগে পিঠের পুরনো চোটে কাবু শ্রেয়স। তিনি শুরুর দিকে খেলতে না পারলে কে হবেন অধিনায়ক? গম্ভীরের বাজি হবে পারেন নীতীশই।


কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ঘরোয়া ক্রিকেটে হেভিওয়েট কোচ। তবে নিজের শর্তে চলেন। তাঁর সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করাটাও গম্ভীরের চ্যালেঞ্জ। গম্ভীর দিল্লির ক্রিকেটার। পণ্ডিত মুম্বইয়ের। দুই রাজ্যের ক্রিকেট ঘরানা সম্পূর্ণ আলাদা। মানসিকতাও আলাদা। গৌতির সঙ্গে পণ্ডিতের সমীকরণ কেমন দাঁড়ায়, সেদিকে চোখ থাকবে সকলের।


কোন চার বিদেশিকে কেকেআরের প্রথম একাদশে দেখা যাবে, সেই প্রশ্নেরও উত্তর খুঁজতে হবে গৌতিকে। আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও মিচেল স্টার্কের খেলা কার্যত নিশ্চিত। চতুর্থ বিদেশি হিসাবে কাকে খেলানো হবে, রহমানউল্লাহ গুরবাজ় নাকি ফিল সল্টকে?


ওপেনিং কারা করবেন, সেই প্রশ্নেরও উত্তর খুঁজতে হবে গম্ভীরকে। নারাইনকে ফাটকা হিসাবে ওপেন করানো হবে, নাকি ভরসা রাখা হবে প্রথাগত ওপেনারে? বেঙ্কটেশ আইয়ার কি ওপেনিংয়ে খেলবেন, নাকি লোয়ার মিডল অর্ডারে? রিঙ্কু সিংহকে কীভাবে ব্যবহার করা হবে? মণীশ পাণ্ডেকে প্রথম একাদশে খেলালে কার জায়গায়? ২৩ মার্চ প্রথম ম্যাচ কেকেআরের। তার আগে জবাব খুঁজতে হবে গকম্ভীরকে।


আরও পড়ুন: বিরাটই ব্রহ্মাস্ত্র, আকাশ ছুঁতে পারে আকাশ, স্পিন বিভাগ আইপিএলে কাঁটা আরসিবির


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে