RR vs GT LIVE Score: রুদ্ধশ্বাস ম্যাচে ব্যাট হাতে গুজরাতের ত্রাতা রশিদ, চলতি আইপিএলে প্রথম হার রাজস্থানের

IPL 2024, RR vs GT LIVE Score: শেষ বলে আবেশ খানকে চার মেরে গুজরাত টাইটান্সকে জেতালেন রশিদ খান।

ABP Ananda Last Updated: 10 Apr 2024 11:47 PM
IPL Live Score: গুজরাত টাইটান্স ৩ উইকেটে হারাল রাজস্থান রয়্যালসকে

১১ বলে ২৪ রান করে গুজরাত টাইটান্সকে ব্যাট হাতে জেতালেন রশিদ খান। ১১ বলে ২২ রান করলেন রাহুল তেওয়াটিয়া। রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাত টাইটান্স ৩ উইকেটে হারাল রাজস্থান রয়্যালসকে। টুর্নামেন্টে প্রথম হার রাজস্থানের।

RR vs GT Live: ৪৪ বলে ৭২ রান করে ফিরলেন গিল

৪৪ বলে ৭২ রান করে ফিরলেন গিল। ১৭ ওভারের শেষে গুজরাতের স্কোর ১৫৫/৫।

IPL 2024: শুভমনের হাফসেঞ্চুরি

৪২ বলে ৬৪ রানে অপরাজিত শুভমন। ১৫ ওভারের শেষে গুজরাতের স্কোর ১২৪/৪।

IPL Live: এক ওভারে জোড়া উইকেট কুলদীপের

এক ওভারে জোড়া উইকেট কুলদীপের। ১২ ওভারের শেষে গুজরাত ৯১/৩।

IPL Live: ৯ ওভারের শেষে গুজরাতের স্কোর ৬৭/১

২৯ বলে ৩৫ রান করে আউট সাই সুদর্শন। ৯ ওভারের শেষে গুজরাতের স্কোর ৬৭/১।

IPL Live: ৮ ওভারের শেষে গুজরাতের স্কোর ৬৩/০

৮ ওভারের শেষে গুজরাতের স্কোর ৬৩/০। ক্রিজে শুভমন ও সুদর্শন। সুদর্শনের ক্যাচ ফেললেন যুজবেন্দ্র চাহাল।

IPL Live: গুজরাত টাইটান্সের স্কোর বিনা উইকেটে ২৬ রান

৪ ওভারের শেষে গুজরাত টাইটান্সের স্কোর বিনা উইকেটে ২৬ রান।

RR vs GT Live: ২০ ওভারে রাজস্থান তুলল ১৯৬/৩

রিয়ানের সঙ্গেই ঝোড়ো ইনিংস খেলে যান সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার হয়ে গেলেন তিনি। ৩৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন রিয়ান। সঞ্জু ৩১ বলে হাফসেঞ্চুরি করলেন। তৃতীয় উইকেটে ৭৮ বলে ১৩০ রান যোগ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন রিয়ান ও সঞ্জু। ৩৮ বলে ৬৮ রানে অপরাজিত রইলেন সঞ্জু। ২০ ওভারে রাজস্থান তুলল ১৯৬/৩। ম্যাচ জিততে ১৯৭ রান তুলতে হবে গিল, ম্যাথু ওয়েডদের।

IPL Live: ৩১ বলে হাফসেঞ্চুরি স্যামসনের

৩১ বলে হাফসেঞ্চুরি স্যামসনের। ১৭ ওভারের শেষে রাজস্থান ১৫৪/২।

IPL Live Score: ৩৪ বলে হাফসেঞ্চুরি রিয়ান পরাগের

৩৪ বলে হাফসেঞ্চুরি রিয়ান পরাগের। ১৪ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১১৮/২। ক্রিজে রয়েছেন সঞ্জু স্যামসনও।

RR vs GT Live: ১১ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৮২/২

মাত্র ৮ রান করে রশিদ খানের বলে ফিরলেন বাটলার। ক্রিজে রিয়ান পরাগ ও সঞ্জু স্যামসন। ১১ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৮২/২।

IPL Live: ৫ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৪১/১

১৯ বলে ২৪ রান করে উমেশ যাদবের বলে স্কুপ মারতে গিয়ে কট বিহাইন্ড হলেন যশস্বী। ৫ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৪১/১।

RR vs GT Live: ২ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১৩/০

২ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১৩/০। যশস্বী জয়সওয়াল ১০ ও জশ বাটলার ৩ রানে অপরাজিত।

IPL Live Score: রাজস্থান রয়্যালসকে প্রথমে ব্যাট করতে পাঠাল গুজরাত

টস জিতে জয়পুরে রাজস্থান রয়্যালসকে প্রথমে ব্যাট করতে পাঠাল গুজরাত টাইটান্স।

RR vs GT Live: বৃষ্টির জন্য পিছিয়ে গেল টসের সময়

বৃষ্টির জন্য পিছিয়ে গেল টসের সময়। ৭.২৫-এ হবে টস। খেলা শুরু হবে ৭.৪০-এ।

IPL Live Score: ম্যাচের আগে জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে হাল্কা বৃষ্টি

আইপিএলে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও গুজরাত টাইটান্স। ম্যাচের আগে জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে হাল্কা বৃষ্টি।

প্রেক্ষাপট

জয়পুর: টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার জয় ছিনিয়ে নিয়েছিল একটা দল। অন্য়দিকে দ্বিতীয় দলটি প্রথমবার আইপিএলের ইতিহাসে খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়েছিল। গতবারের রানার্স আপ। আজ ২২ গজে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও গুজরাত টাইটান্স (Gujrat Titans)। আইপিএলের ইতিহাসে এই দুই দল এখনও পর্যন্ত মোট ৫ বার মুখোমুখি হয়েছিল আইপিএলে (IPL 2024)।


আইপিএলে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও গুজরাত টাইটান্স


মোট ম্য়াচ: ৫ বার


রাজস্থান রয়্যালস জয়ী: ১ বার


গুজরাত টাইটান্স জয়ী: ৪ বার


গুজরাত টাইটান্স রাজস্থানের বিরুদ্ধে এক ইনিংসে সর্বোচ্চ রান বোর্ডে তুলেছিল ১৯২ রান


রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুজরাতের এক ইনিংসে সর্বোচ্চ রান: ১৮৮


সর্বনিম্ন স্কোর গুজরাতের: ১৭৭


রাজস্থানের সর্বনিম্ন স্কোর: ১১৮


রাজস্থান শিবিরে চোট আঘাত কোনও সমস্যা নেই। আজকের ম্য়াচেও দলের উইনিং কম্বিনেশন না ভাঙার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে পরিস্থিতি বুঝে টসের ওপর নির্ভর করবে হয়ত যে কোন প্লেয়ারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দলে নেওয়া হতে পারে। রাজস্থান রয়্য়ালসের সবচেয়ে প্লাস পয়েন্ট শক্তিশালী বোলিং লাইন আপ। বাঁহাতি বোল্টের সঙ্গে প্রোটিয়া পেসার নান্দ্রে বার্গার তাঁর প্রথম আইপিএল মরশুমেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। প্রতি ম্য়াচেই এই জুটি চাপে ফেলেছে পাওয়ার প্লে-তে। এছাড়া মিডল ওওভারগুলোতে রয়েছে চাহাল ও অশ্বিনের জুটি। সোয়াই মানসিংহ স্টেডিয়ামে ঘরের মাঠে চেনা পরিবেশে খেলতে নামবে সঞ্জু স্যামসনরা। গত ম্য়াচে বাটলার সেঞ্চুরি হাঁকিয়েছেন। ইংরেজ ব্যাটারের রানের মধ্যে ফেরা ইতিবাচক দিকে রাজস্থান রয়্যালসের জন্য। 


গুজরাত টাইাটান্স শিবিরের জন্য অবশ্য সমস্যা বেড়েছে ডেভিড মিলারের চোটের জন্য় অনুপস্থিতি। তিনি না থাকায় মিডল অর্ডার অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়ারা কেউই পারছেন না দলকে উদ্ধার করতে। নিজেদের শেষ ম্য়াচে গুজরাত টাইটান্সের সামনে ছিল লখনউ সুপারজায়ান্টস। সেই ম্য়াচে রাহুলের দল ৩৩ রানে হারিয়ে দিয়েছিল গুজরাত টাইটান্সকে। প্রথমে ফিল্ডিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান বোর্ডে তুলেছিল লখনউ সুপারজায়ান্টস। এত কম রানে প্রতিপক্ষকে বেঁধে রেখেও ম্য়াচ জিততে পারেনি গুজরাত। লখনউয়ের যশ ঠাকুর পাঁচ উইকেট নিয়েছিল। তিনি একাই ম্য়াচ শেষ করে দিয়েছিলেন। আজ রাজস্থানের অপেক্ষাকৃত আরও শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে কী করেন গিলরা, তা দেখার। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.