জয়পুর: কে এল রাহুল (KL Rahul) ও নিকোলাস পুরান যখন পার্টনারশিপ গড়ে তুলছিলেন, সঞ্জু স্যামসনের কপালেও যেন ছিল চিন্তার ভাঁজ। পঞ্চম উইকেটে ৫২ বলে ৮৫ রান যোগ করলেন দুজনে। তবু শেষরক্ষা হল না। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ১৯৩/৪ স্কোর তাড়া করতে নেমে ১৭৩/৬ স্কোরে আটকে গেল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। চাপের মুখে শেষ ওভার মাত্র ৬ রান খরচ করলেন আবেশ খান। যিনি এদিন নেমেছিলেন নিজের পুরনো দলের বিরুদ্ধে। ২০ রানে ম্যাচ জিতে অভিযান শুরু করল রাজস্থান।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু। রাজস্থানের সমর্থকেরা সকলে অপেক্ষা করেছিলেন যশস্বী জয়সওয়াল কেমন ব্যাট করেন, দেখার জন্য। আইপিএলের ঠিক আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে যিনি স্বপ্নের ফর্মে ছিলেন। রবিবার আইপিএলেও শুরুটা করেছিলেন আকর্ষণীয় ভঙ্গিতে। মহসিন খানকে কার্যত শুয়ে পড়ে ফাইন লেগ দিয়ে বাউন্ডারির বাইরে ফেলে দেন। যে ছক্কা দেখে অনেকে চোখ কচলালেন। এমন শট খেলাও সম্ভব?
তবে ঝোড়ো শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি যশস্বী। ১২ বলে ২৪ রান করে মহসিন খানের বলেই ফেরেন তিনি। রাজস্থান ইনিংসের বাকিটা জুড়ে শুধুই স্যামসন। তিনটি চার ও ছয় ছক্কায় ইনিংস সাজালেন অদিনায়ক। ১৫৭.৬৯ স্ট্রাইক রেটে রান তুললেন। মহসিন, নবীন উল হক হোক বা রবি বিষ্ণোই, তাঁর সামনে কাউকেই সাবলীল দেখায়নি। ৫২ বলে অপরাজিত ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেললেন সঞ্জু। তাঁকে সঙ্গত করলেন রিয়ান পরাগ। ২৯ বলে ৪৩ রান করলেন তিনি। প্রথমে ব্যাট করে রাজস্থান তুলল ১৯৩/৪।
১৯৪ রান তাড়া করতে নেমে শুরুতেই ট্রেন্ট বোল্টের আগুনে স্পেলের সামনে পড়ে লখনউ সুপার জায়টান্টস। কুইন্টন ডি'কক ও দেবদত্ত পাড়িক্কলকে তুলে নেন বোল্ট। আয়ুষ বাদোনি ও দীপক হুডাও ফেরেন দ্রুত। এরপরই রাহুল ও পুরানের পাল্টা লড়াই। যদিও শেষরক্ষা হল না। ৪১ বলে ৬৪ রান করে অপরাজিত রইলেন পুরান। ম্য়াচ জিতে ২ পয়েন্ট পেল রাজস্থান।
আরও পড়ুন: Punjab Kings 2024: বিদেশিরাই প্রীতির দলের সেরা অস্ত্র, তবে পাঞ্জাবকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে দেখছি না
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে