গুয়াহাটি: পয়েন্ট টেবিলের লাস্ট বয়ের কাছেও বিরাট ধাক্কা খেতে হল রাজস্থান রয়্যালসকে (RR vs PBKS)। কলকাতা নাইট রাইডার্সের পর একমাত্র দল হিসাবে যারা প্লে অফের যোগ্যতা অর্জন করে নিয়েছে। অথচ একটা সময় যাদের ট্রফির অন্যতম দাবিদার মনে করা হচ্ছিল, কেকেআরকে (KKR) তাদের ডেরায় এসে হারিয়ে গিয়েছিল যে রাজস্থান, তারাই আইপিএলে টানা চার ম্যাচে হারল।
বুধবার হারতে হল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা পাঞ্জাব কিংসের (Punjab Kings) কাছে। ৭ বল বাকি থাকতে পাঁচ উইকেটে রাজস্থানকে হারিয়ে যারা এক ধাপ ওপরে উঠে ৯ নম্বরে এল। তবে তার চেয়েও বড় কথা, রাজস্থান রয়্যালসের কোয়ালিফায়ার ওয়ানে খেলার ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিয়ে গেল পাঞ্জাব।
এই ম্যাচে হারার পর ১৩ ম্যাচে রাজস্থানের পয়েন্ট দাঁড়াল ১৬। পয়েন্ট টেবিলে এখনও দুইয়েই রয়েছেন সঞ্জু স্যামসনরা। ১৩ ম্যআচে ১৬ পয়েন্ট নিয়ে। তবে রাজস্থানের শেষ ম্যাচ দুরন্ত ছন্দে থাকা কেকেআরের বিরুদ্ধে। সেই ম্যাচে কেকেআর জিতে গেলে আর চেন্নাই সুপার কিংস শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারালে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসবে সিএসকে-ই। সানরাইজার্স হায়দরাবাদও আছে ভাল জায়গায়। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। শেষ দুই ম্যাচে প্যাট কামিন্সরা জিতলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসবে হায়দরাবাদই। সেক্ষেত্রে কোয়ালিফায়ার ওয়ানে নাইটদের প্রতিপক্ষ হবে নিজামের শহর।
ঘরের মাঠে বুধবার টস জিতে প্রথমে ব্যাট করে মাত্র ১৪৪/৯ স্কোরে আটকে যায় রাজস্থান। একমাত্র রিয়ান পরাগ ছাড়া আর কেউই বলার মতো রান পাননি। ঘরের মাঠে খেলতে নেমে রিয়ান ৩৪ বলে ৪৮ রান করেন। তিনিই রাজস্থানের সর্বোচ্চ স্কোরার। তাঁর জন্যই বোর্ডে ভদ্রস্থ রান তোলে রাজস্থান।
লক্ষ্য মাত্র ১৪৫। রান তাড়া করতে নেমে ৪৮/৪ হয়ে গিয়েছিল পাঞ্জাবও। প্রভশিমরন সিংহ, জনি বেয়ারস্টো, রিলি রুসৌ ও শশাঙ্ক সিংহ - কেউই বড় রান পাননি। সেখান থেকে অধিনায়কোচিত ইনিংস খেললেন স্যাম কারান। ৪১ বলে ৬৩ রান করে অপরাজিত রইলেন ইংরেজ তারকা। শিখর ধবনের অনুপস্থিতিতে যিনি পাঞ্জাবকে নেতৃত্ব দিচ্ছেন। ১১ বলে ১৭ করে অপরাজিত রইলেন আশুতোষ শর্মা। ম্যাচের সেরাও হয়েছেন কারানই।
আরও পড়ুন: আচমকা সংক্রমণ, IPL-এর মাঝেই দেশে ফিরতে হল রাবাডাকে, কী এই সেলুলাইটিস? কতটা ভয়ের?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।