আমদাবাদ: তাঁরা একে অপরের প্রতিপক্ষ। ফাইনালে ওঠার লড়াইয়ে যুযুধান। কিন্তু ম্যাচের আগেই বিরাট কোহলিকে (Virat Kohli) টেক্সট মেসেজ করেছিলেন আর অশ্বিন (Ravichandran Ashwin)। একজন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RR vs RCB) ব্যাটিং স্তম্ভ। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে। অরেঞ্জ ক্যাপ তো রয়েছেই ঝুলিতে, প্রথম ব্যাটার হিসাবে আইপিএলে ৮ হাজার রান পূর্ণ করে ফেললেন বুধবারই। অন্যজন, আর অশ্বিন রাজস্থান রয়্যালসের স্পিন বোলিং আক্রমণের মুখ। 


বুধবার অশ্বিনের বল খেলতেই পারলেন না আরসিবি ব্যাটারদের কেউ। পরিসংখ্যানেই স্পষ্ট, কতটা দাপট ছিল তামিলনাড়ুর অফস্পিনারের। অশ্বিনের বোলিং ফিগার? ৪-০-১৯-২। শিকারের ঝুলিতে ক্যামেরন গ্রিন ও গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ান ডে বিশ্বকাপে স্বপ্নের ফর্মে থাকা ম্যাক্সওয়েল ফিরলেন কোনও রান না করেই। চলতি আইপিএলে চতুর্থবার শূন্য রানে ফিরলেন অজ়ি তারকা। আরসিবি আটকে গেল ১৭২/৮ স্কোরে।


আরসিবি ইনিংসের শেষে ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে অশ্বিন বললেন, 'আমার কাছে আইপিএলটা দুই অর্ধে দু'রকম। টুর্নামেন্টের শুরুর দিকে ছন্দ হাতড়ে বেড়াচ্ছিলাম। টেস্ট সিরিজের পর চোট আঘাত নিয়ে বিব্রত ছিলাম। তবে শেষ কয়েকটি ম্যাচে আমার মনে হচ্ছে আমি খুব ভাল বল করছি।'


ম্যাচের আগেই কি কোহলিকে হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন? অশ্বিন হেসে জানিয়েছেন, তাঁর সঙ্গে টেক্সট মেসেজে কথা হয়েছে কোহলির। অশ্বিন বলেছেন, 'আমি বিরাটকে টেক্সট করেছিলাম, লিখেছিলাম, চলো আর একবার লড়াই করি।'


 




ম্যাচের দ্বিতীয়ার্ধে শিশির সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকে। মনে করা হচ্ছে, বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হতে পারে। বাড়তি সুবিধা পেয়ে যাবেন ব্যাটাররা। অশ্বিন বলেছেন, 'শিশির ভালই পড়ছে। তবে আইপিএল কমিটি শিশির সমস্যা ভালই সামলাচ্ছে।' যোগ করেছেন, 'স্বীকার করতে সমস্যা নেই যে, আমাদের ব্যাটিং ভাল হচ্ছে না। ফের একটু গুছিয়ে নিতে হবে। তবে গত কয়েকটা ম্যাচ কী ধরনের পিচে খেলেছিলাম সেটাও মাথায় রাখতে হবে। মাঠে নেমে উপভোগ করতে হবে।'


আরও পড়ুন: শুরু হয়ে গেল সুনীল ছেত্রীর শেষ ম্যাচের টিকিট বিক্রি, কোথা থেকে-কীভাবে কাটবেন?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।