চেন্নাই: আইপিএল তাঁকে বিশ্বক্রিকেটে পরিচিতি দিয়েছে। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে তাঁকে একাদশে সুযোগ দিয়েছিল চেন্নাই সুপার কিংস। গত আইপিএলে সিএসকে-কে চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকা নিয়েছিলেন বল হাতে। তিনি, মাথিশা পাথিরানা (Matheesha Patthirana)। শ্রীলঙ্কার পেসারের লাসিথ মালিঙ্গা সদৃশ বোলিং অ্যাকশনের জন্যও নজর কেড়ে নিয়েছিলেন স্বদেশীয় পাথিরানা।


চলতি আইপিএলেও ছন্দে শ্রীলঙ্কার পেসার। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সিএসকে-কে জেতাতে বড় ভূমিকা নিয়েছেন পাথিরানা। ৪ ওভারে ২৯ রান খরচ করে ছন্দে থাকা সাই সুদর্শনের উইকেট তুলে নিয়েছিলেন শ্রীলঙ্কার পেসার। তবে সেই উইকেটের সেলিব্রেশন নিয়ে তিন প্রাক্তন ক্রিকেটারের বিদ্রুপের শিকার হলেন পাথিরানা। যা নিয়ে ওই দুই প্রাক্তন ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচিতও হলেন।


ঠিক কী হয়েছিল? মঙ্গলবার চিপকে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। চেন্নাই প্রথমে ব্যাট করে তোলে ২০৬/৬। জবাবে ব্যাট করতে নেমে গুজরাতের রান তখন ১১৪/৪। ক্রিজে দাঁড়িয়ে পাল্টা লড়াই করছেন সুদর্শন। গুজরাত ইনিংসের পনেরোতম ওভারের পঞ্চম বলে ভয়ঙ্কর দেখানো সুদর্শনকে ফেরান পাথিরানা। গুজরাতের পাল্টা লড়াইয়ের আশাও যেন সেই মুহূর্তেই শেষ হয়ে যায়।


তার আগে পাথিরানার বলে একটি ক্যাচ ফেলেছিলেন রাচিন রবীন্দ্র। তবে সমীর রিজভি তাঁর বলে সাই সুদর্শনের ক্যাচটি ধরামাত্র পাথিরানাকে দেখা যায় বুকের কাছে হাত জড়ো করে প্রার্থনা করছেন। তাঁর চোখ তখন বন্ধ। কয়েক সেকেন্ড পরে চোখ অর্ধেকটা খুলে প্রার্থনা করতে থাকেন পাথিরানা। শ্রীলঙ্কার পেসার প্রত্যেক উইকেট নেওয়ার পর এভাবেই প্রার্থনা করে সেলিব্রেট করেন। ক্রিকেট মাঠে অনেকেই তাঁর এই উৎসবের সঙ্গে পরিচিত হয়ে উঠেছেন।


সিএসকে বনাম জিটি ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন সঞ্জয় মঞ্জরেকর, কেভিপ পিটারসেন ও অঞ্জুম চোপড়া। পাথিরানাকে চোখ বন্ধ করে পরে আধখোলা চোখে প্রার্থনা করতে দেখে মঞ্জরেকর বলে ওঠেন, 'ধরো ম্যাচের পর রাতে টিম হোটেলের ব্যালকনি দিয়ে হেঁটে যেতে যেতে দেখলাম ও এরকম চোখ অর্ধেক খুলে, যখন ওর চোখের শুধু সাদা অংশটা দেখা যাচ্ছে, কিছু বলছে। ভাবো কী হবে।' তা শুনে কেপি বলেন, 'ভয়ে চিৎকার করে কারও সাহায্য় নিতে হবে।' পাশে বসে তখন হাসিতে ফেটে পড়েন অঞ্জুম।


যদিও তিন প্রাক্তন ক্রিকেটারের মজা ভালভাবে নেননি নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তোলেন, কারও বিশ্বাস নিয়ে মজা করাটা কোনওভাবেই সমর্থযোগ্য নয়। এ-ও লেখা হয় যে, উইকেট নিয়ে যেখানে আগ্রাসী উৎসব নিয়ম হয়ে গিয়েছে, সেখানে পাথিরানার এই নীরব সেলিব্রেশন বরং চোখকে আরাম দেয়। এতে প্রাক্তন ক্রিকেটারেরা প্রতিক্রিয়া দেওয়ায় বরং কড়া সমালোচনার মুখে পড়েছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে