সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স (KKR) শেষ আইপিএল (IPL) জিতেছে দশ বছর আগে। তারও দশ বছর আগে গোটা দেশে তোলপাড় ফেলেছিল এক প্রেম কাহিনি। বীর-জারার রসায়ন। পর্দার বীর প্রতাপ সিংহ অর্থাৎ, শাহরুখ খান (Shah Rukh Khan)। আর জারা হায়াত খান মানে, প্রীতি জিন্টা (Preity Zinta)। বক্স অফিস কাঁপানো সিনেমার জুটিকে ভালবেসে ফেলেছিল আসমুদ্র হিমাচল। 


শনিবার এক আশ্চর্য সমাপতনের সাক্ষী রইল ক্রিকেটের বাইশ গজ। যেদিন দেশের দুই প্রান্তে আইপিএলে অভিযান শুরু হল দুই দলের। মুল্লাপুরে মাঠে নেমেছিল প্রীতির পাঞ্জাব কিংস। কলকাতায় শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। আর দেশের দুই প্রান্তে দুই অভিনেতার দলই অত্যাশ্চর্য জয় ছিনিয়ে নিল।


মুল্লাপুরে শক্তিশালী দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল প্রীতির পাঞ্জাব কিংস। কলকাতায় রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল শাহরুখের কেকেআর। আর দুই তারকাই মাঠে বসে উপভোগ করলেন ক্রিকেট।


শনিবার শাহরুখ যে কেকেআরের ম্যাচ দেখতে ইডেনে থাকবেন, আগেই প্রকাশিত হয়েছিল এবিপি লাইভ বাংলায়। শনিবার কেকেআরের ইনিংসের ৬ ওভারের পাওয়ার প্লে শেষ হতেই ইডেনের বি ব্লকের কর্পোরেট বক্সের ব্যালকনিতে টিভি ক্যামেরায় ধরল  তাঁকে। সাদা ঢিলেঢালা ফুলস্লিভ টি শার্ট, চোখে নাইটগ্লাস। পনিটেল করে বাঁধা চুল। তাঁকে দেখামাত্র মাঠের মিউজিক সিস্টেমে বেজে উঠল, 'ঝুমে জো পাঠান...'। ম্যাচের রাশ পেন্ডুলামের মতো দুলল। কখনও কেকেআরের দিকে, তো কখনও হায়দরাবাদের দিকে। অবশেষে প্রবল চাপের মুখে হর্ষিত রানার দুরন্ত শেষ ওভার নাটকীয় ম্যাচে জেতাল কেকেআরকে। স্বস্তি ফিরল বাদশারও।


ম্যাচ শেষ হতেই মাঠে প্রবেশ করলেন শাহরুখ। আলিঙ্গন করলেন, অভিনন্দন জানালেন শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংহ, হর্ষিত রানাদের। তারই ফাঁকে এগিয়ে গিয়ে সান্ত্বনা দিলেন হায়দরাবাদ শিবিরকেও। হাজার হোক, তিনি তো শনিবার রাতের হোস্ট। ঘরের মাঠে খেলছিল কেকেআর। হায়দরাবাদের স্পিন বোলিং কোচ মুথাইয়া মুরলীধরনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন শাহরুখ। মাঠে হর্ষিত-হেনরিখ ক্লাসেনের উত্তেজিত বাক্য বিনিময় হলেও, শাহরুখ দুই শিবিরের ক্রিকেটারদেরই কাছে টেনে নিলেন। হায়দরাবাদের অনেক ক্রিকেটারকেই দেখা গেল শাহরুখের সঙ্গে সেলফি তুলছেন। এই ম্যাচে ধারাভাষ্য দেওয়ার জন্য এসেছিলেন ব্রায়ান লারা, সুনীল গাওস্কররা। তাঁদের সঙ্গেও কথা বললেন শাহরুখ।


সব শেষে গোটা মাঠ প্রদক্ষিণ করলেন। দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন। মাঠকর্মীদের আব্দার মেনে তাঁদের সঙ্গে তুললেন ছবি। তারপর গেলেন কেকেআরের ড্রেসিংরুমে। রাত প্রায় সাড়ে বারোটায় মাঠ ছেড়ে বাইপাসের ধারে টিমহোটেলের দিকে রওনা হল শাহরুখের গাড়ি।


এলেন, দেখলেন, জয় করলেন বাদশা...


আরও পড়ুন: Venkatesh Iyer Exclusive: নিজের পারফরম্যান্স নয়, দলের সাফল্যই প্রধান, গম্ভীর-মন্ত্রে দীক্ষা কেকেআর অলরাউন্ডারের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে