কলকাতা: তিনি কলকাতা নাইট রাইডার্সের (KKR) হৃদস্পন্দন। সেই রিঙ্কু সিংহ (Rinku Singh) আইপিএল (IPL 2024) অভিযানের শুরুতেি পেয়ে গেলেন স্পেশ্যাল গিফট। কিংগ খানের দর্শন। তিনি নিজেই শুধু নন, পরিবারের সকলেই শাহরুখ খানের সঙ্গে দেখা করলেন, কথা বললেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের জয়ের আনন্দ আরও রঙিন হল রিঙ্কুর।


গত আইপিএল থেকে বাইশ গজে চলছে তাঁর স্বপ্নের দৌড়। শুরু হয়েছিল গুজরাত টাইটান্স ম্যাচ দিয়ে। যশ দয়ালের শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। পরপর পাঁচ ছক্কায় অসাধ্য সাধন করেছিলেন রিঙ্কু। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আইপিএলে কেকেআর যখনই বিপদে পড়েছে, বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েছেন রিঙ্কু। হয়ে উঠেছেন নাইট শিবিরের ভরসা। তাঁর ফিনিশার ভূমিকা এতটাই সমাদৃত হয়েছে যে, জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন রিঙ্কু। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলেও তাঁর থাকা কার্যত পাকা।


শনিবার কেকেআরের রুদ্ধশ্বাস জয়ের রাতেও ঝলসে উঠেছিল রিঙ্কুর ব্যাট। ১৫ বলে ২৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন রিঙ্কু। যে ইনিংস সাজানো ছিল তিনটি বাউন্ডারিতে। তাঁর প্রতিটি শটই ক্রিকেটীয়। দৃষ্টিনন্দন। ফিল্ডিংয়ের সময় বিদ্যুতের গতিতে মাঠের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছে গিয়েছেন। দুটি গুরুত্বপূর্ণ ক্যাচও নেন তিনি। কেকেআরের জয়ের অন্যতম কাণ্ডারি রিঙ্কু। কেকেআরের খেলা দেখতে শনিবার কলকাতায় এসেছিলেন। ম্যাচের পর মাঠে গিয়েই রিঙ্কুকে আলিঙ্গন করেন বাদশা। তাঁকে গাল টিপে আদর করতেও দেখা যায় বলিউডের বেতাজ বাদশাকে।


 






তবে রবিবার আরও বড় পুরস্কার পেলেন রিঙ্কু। তাঁর বাবা-মা সহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন শাহরুখ। তাঁদের সঙ্গে ছবিও তোলেন কিংগ খান। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন রিঙ্কু। সঙ্গে লিখেছেন, 'যাঁদের জন্য আমার মন হেসে ওঠে।' সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।


আরও পড়ুন: Punjab Kings 2024: বিদেশিরাই প্রীতির দলের সেরা অস্ত্র, তবে পাঞ্জাবকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে দেখছি না


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে