সন্দীপ সরকার, কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালের শেষ দু'দিন তিনি মাঠে নামতে পারেননি। মুম্বই শিবির থেকে বলা হয়েছিল, পিঠের পুরনো চোটে ফের কাবু শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তারপর থেকেই উদ্বেগে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) সমর্থকেরা। গত আইপিএলের (IPL 2024) আগে পিঠে অস্ত্রোপচার করাতে হয়েছিল। যার জেরে গোটা টুর্নামেন্টে খেলতে পারেননি। কেকেআর অনুরাগীরা দুশ্চিন্তায় ছিলেন, এবারও নিয়মিত অধিনায়ককে ছাড়াই কি অভিযান শুরু করতে হবে আইপিএলে?


কলকাতায় আসার পথে মুম্বই বিমানবন্দরে শ্রেয়সের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়ে পড়েছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, মুম্বই বিমানবন্দরের বাইরে গাড়ি থেকে নামছেন শ্রেয়স। ব্যাগপত্তর নামাচ্ছেন। কিন্তু তার ফাঁকে ফাঁকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়তে হচ্ছে তাঁকে। পিঠে হাত দিয়েও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা ব্যাটারকে। তাহলে কি মুম্বই শিবিরের দাবিটাই ঠিক? শ্রেয়স টানা ৩০-৪০ মিনিটের বেশি ব্যাট করতে পারছেন না, সেই উদ্বেগ কি সত্যি?


শনিবার রাতে কলকাতায় পৌঁছেছেন শ্রেয়স। রবিবার ইডেনে নিজেদের মধ্যে দুটি দল করে যে প্রস্তুতি ম্যাচ খেলে কেকেআর, সেই ম্যাচে খেলেন শ্রেয়স। তবে মাঠে তাঁর নড়াচড়া দেখে খুব একটা আশাব্যাঞ্জক মনে হয়নি। ফিল্ডিং করার সময় শরীর নীচে নামাতেই পারছিলেন না।


তবে কেকেআর ভক্তদের জন্য আশার খবর বয়ে আনল সোমবার। ইডেনের নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন শ্রেয়স। প্রায় পৌনে দু'ঘণ্টার সেশনে বেশ সাবলীল দেখিয়েছে তাঁকে। এমনকী, বাউন্সারে স্কুপ শটও খেললেন। যা দেখে উচ্ছ্বসিত নাইট ভক্তরা। 


কেকেআর শিবির থেকে জানানো হয়েছিল, সোমবারের প্র্যাক্টিস ঐচ্ছিক অনুশীলন। বলা হয়েছিল, জনা তিনেক ক্রিকেটার দুপুরে ইডেনে গিয়ে গা ঘামাবেন। তিনজন ক্রিকেটারই দুপুরে ইডেনে যান। প্র্যাক্টিস করেন। কারা তাঁরা? শেরফান রাদারফোর্ড, অঙ্গকৃষ্ণ রঘুবংশী ও, শ্রেয়স আইয়ার। ঐচ্ছিক অনুশীলনেও হাজির নাইট নেতা। পৌনে দু'ঘণ্টা ব্যাটিং করেন তিনি। সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে। তাঁকে শর্ট বলে স্কুপ খেলতে দেখে বেশ সাবলীলি মনে হয়েছে।


রাতে টিমহোটেলে কেকেআরের জার্সি উদ্বোধন অনুষ্ঠানে শ্রেয়স বলেন, 'আমি সবে দিন দুয়েক হল কলকাতায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছি। তবে দারুণ একটা দল হাতে পেয়েছি। এই দলের নেতৃত্ব দিতে পারছি বলে আমি সম্মানিত।'


শ্রেয়সের শরীরী ভাষা বলছে, শনিবার ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে টস করতে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন মুম্বইয়ের ডানহাতি ব্যাটার...


আরও পড়ুন: নতুন জার্সি কেকেআরের, নবদ্বীপের সুপার ফ্যানের জন্য সারপ্রাইজ় শাহরুখের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে