সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা ময়দানে তিনি তখন তপন মেমোরিয়াল ক্লাবের হয়ে খেলে বেশ নজর কাড়ছেন। যেমন ব্যাটের হাত, তেমনই বল হাতে মুন্সিয়ানা। তপন মেমোরিয়াল ক্লাবের কর্তা তথা সিএবি-র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, অধুনা প্রয়াত সুব্রত সরকার (ময়দানের টিপুদা) পূর্বাভাস করেছিলেন, এ ছেলে একদিন ভারতের হয়ে খেলবে।


তবে আচমকাই এক জটে শেষ হতে বসেছিল সেদিনের সেই তরুণ শাহবাজ আমেদের (Shahbaz Ahmed) কেরিয়ারই। পশ্চিমবঙ্গ পুলিশ ক্লাব থেকে সিএবি-তে (CAB) অভিযোগ জমা পড়ে যে, জাল আধারকার্ড বানিয়ে খেলছেন শাহবাজ। সিএবি তদন্ত শুরু করে। এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্বাসিত করা হয় শাহবাজকে। সেবার সিএবি লিগে কয়েকটি ম্যাচে খেলাও হয়নি অলরাউন্ডারের।


শেষ পর্যন্ত যদিও শাহবাজ অভিযোগমুক্ত হন। অচিরেই জায়গা করে নেন বাংলার সিনিয়র দলে। অন্যতম মেন্টর টিপুদার ভবিষ্যদ্বাণীও ব্যর্থ হয়নি। ভারতীয় দলে খেলেন শাহবাজ। রঞ্জি ট্রফিতে বাংলা দলের ক্রাইসিস ম্যান হয়ে উঠেছেন। দল যখনই চাপে পড়েছে, ব্যাট হাতে রক্ষাকর্তা হয়ে উঠেছেন শাহবাজ। বল হাতে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট।


বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা শাহবাজের দৌরাত্ম্যেই শুক্রবার রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে আইপিএল (IPL 2024) ফাইনালে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ। ফাইনালে কলকাতার দলের বিরুদ্ধে কলকাতারই এক ক্রিকেটার হয়ে উঠতে পারেন সবচেয়ে বড় কাঁটা। ব্যাটে ১৮ বলে ১৮ রান। বল হাতে ৪ ওভারে মাত্র ২৩ রান খরচ করে ৩ উইকেট। তাঁর শিকারের ঝুলিতে যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ ও আর অশ্বিন। ম্যাচের সেরাও হয়েছেন শাহবাজ।


ম্যাচের সেরার পুরস্কার নিয়ে শাহবাজ বলেছেন, 'অধিনায়ক ও কোচ আমাকে বলেই রেখেছিল যে, তোমাকে প্রয়োজন মতো ব্যবহার করা হবে। আমার দায়িত্ব ছিল ব্যাটিং অর্ডারের নীচের দিকে খেলার। আমাকে বলেই রাখা হয়েছিল যে, পরপর উইকেট পড়লে তোমাকে পাঠানো হবে।' যোগ করেছেন, 'ব্যাটিং করার সময়ই আমার মনে হয়েছিল উইকেটে কিছু আছে। যেভাবে আবেশ ও সন্দীপ বল করছিল, তাতে উৎসাহিত হচ্ছিলাম। ম্যাচের সেরার পুরস্কার পেয়ে ভাল লাগছে। এরকম টানটান ম্যাচেও শিবিরের সবাই বেশ শান্ত ছিল। তবে আজ কোনও উৎসব নয়। উৎসব হবে ট্রফি জিতে।'


বাংলার ক্রিকেটার স্বপ্ন দেখাচ্ছে নিজামের শহরকে।


আরও পড়ুন: স্নাতকোত্তর হলেন সারা, মেয়ের দারুণ রেজাল্টে উচ্ছ্বসিত বাবা, কী নিয়ে পড়াশোনা সচিন-কন্যার?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।