IPL 2024 SRH vs RCB Score Live: হায়দরাবাদকে ৩৫ রানে হারিয়ে চমক আরসিবির, ম্যাচের লাইভ আপডেট

Sunrisers Hyderabad vs Royal Challengers Bangalore: টানা ৬ ম্যাচ হারার পর অবশেষে জয়ের সরণিতে ফিরল আরসিবি।

ABP Ananda Last Updated: 25 Apr 2024 11:15 PM
SRH vs RCB Live: ৩৫ রানে ম্যাচ জিতল আরসিবি

বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছিল ২০৬/৭। জবাবে ১৭১/৮ স্কোরে আটকে গেল হায়দরাবাদ। ৩৫ রানে ম্যাচ জিতল আরসিবি।

IPL Live: ১৪ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১২৬/৭

১৫ বলে ৩১ রান করে ফিরলেন কামিন্স। ১৪ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১২৬/৭।

IPL Live: ৮ ওভারের শেষে স্কোর ৭২/৫

ব্যাটিং বিপর্যয় হায়দরাবাদের। ৮ ওভারের শেষে স্কোর ৭২/৫।

SRH vs RCB Live: ৫ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৫৬/৪

যশ দয়ালের বলে ১৩ বলে ৩১ রান করে ফিরলেন অভিষেক শর্মা। মাত্র ৭ রান করে ফিরলেন মারক্রাম। ৭ রানেই ফিরলেন হেনরিখ ক্লাসেন। ৫ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৫৬/৪।

IPL 2024 Live: ৩ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৩১/১

শুরুতেই ফিরলেন ট্র্যাভিস হেড। ৩ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৩১/১।

SRH vs RCB Live: ২০ ওভারের শেষে আরসিবি তুলল ২০৬/৭

২০ বলে ৩৭ রান ক্যামেরন গ্রিনের। ২০ ওভারের শেষে আরসিবি তুলল ২০৬/৭।

IPL Live Score: ১৭ ওভারের শেষে আরসিবি-র স্কোর ১৬৭/৫

৪৩ বলে ৫১ রান করে ফিরলেন কোহলি। ৭ রানে আউট লোমরর। ১৭ ওভারের শেষে আরসিবি-র স্কোর ১৬৭/৫।

IPL Live Score: ১৩ ওভারের শেষে আরসিবির স্কোর ১৩২/৩

২০ বলে ৫০ রান করে ফিরলেন রজত পাতিদার। ১৩ ওভারের শেষে আরসিবির স্কোর ১৩২/৩। ৪৯ রানে ক্রিজে বিরাট কোহলি।

SRH vs RCB Live: ৮ ওভারের শেষে আরসিবি ৭৩/২

১২ বলে ২৫ রান করে ফিরলেন ডুপ্লেসি। ৬ রান করে ফিরলেন উইল জ্যাকস। ৮ ওভারের শেষে আরসিবি ৭৩/২।

IPL Live: ২ ওভারের শেষে বিরাট কোহলিদের স্কোর ২৪/০

ঝোড়ো শুরু আরসিবি-র। ২ ওভারের শেষে বিরাট কোহলিদের স্কোর ২৪/০।

IPL Live Score: টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ফাফ ডুপ্লেসি

দল অপরিবর্তিত রেখে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ফাফ ডুপ্লেসি।

প্রেক্ষাপট

হায়দরাবাদ: এক দল ম্যাচ জিতে আইপিএলের (IPL 2024) প্লে-অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে আগ্রহী। আরেক দলের প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য এই ম্যাচ জয়ই একমাত্র বিকল্প। প্যাট কামিন্স বনাম বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি বনাম ময়ঙ্ক মারকাণ্ডে আজ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। 


২২ গজের চরিত্র


উপ্পলের পিচে ফাস্ট বোলারদের তেমন কোনও মদত না থাকলেও, স্পিনাররা সাহায্য পাবেন বলে পূর্বাভাস। তবে ইনিংসের শুরুতে বল হালকা সিম, সুইং করবে বলে মনে করা হচ্ছে। তবে এই পিচে ব্যাটে ভালভাবে বল আসবে এবং বড় রান ওঠার সম্ভাবনা প্রবল।


পরিবেশ


আজকে হায়দরাবাদে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তাপমাত্র ৩৭ ডিগ্রির আশেপাশে থাকার কথা। বাতাসে ২২ থেকে ৩০ শতাংশ আর্দ্রতা থাকবে। 


হেড-টু-হেড


দুই দল আইপিএলের মঞ্চে ২৪ বার মুখোমুখি হয়েছে। লড়াইয়ে সানরাইজার্স খানিকটা এগিয়ে। আরসিবির ১০ জয়ের তুলনায় ১৩টি ম্যাচ জিতেছে সানরাইজার্স। একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়েছে। 


ইতিমধ্যেই দুইবার আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ফেলেছে সানরাইজার্স। বোর্ডে বিরাট রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়াই নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা। আরসিবির বোলিং আক্রমণ নিয়েই এমনিই প্রশ্নচিহ্ন উঠছে। তাঁদের বোলিং আক্রমণের বিরুদ্ধে সানরাইজার্স নিজেদের বিধ্বংসী ব্যাটিং ফর্ম বজায় রাখবে বলেই আশা করছেন অনেকে।


অপরদিকে, আরসিবি নাগাড়ে ছয় ম্যাচ হারলেও, শেষ দুই ম্যাচে কিন্তু তারা লড়াই দেখিয়েছে। সানরাইজার্সের বিরুদ্ধে ২৮৮ তাড়া করতে নেমে ২৬২ রান তুলেছিল আরসিবি। কেকেআরের বিরুদ্ধেও ২২৩ রানের টার্গেটের বিপক্ষে দুরন্ত ব্যাট করেও এক রানে হারেন বিরাট কোহলিরা। আরসিবির ভাগ্য কি তৃতীয়বারে তাদের সহায় হবে? আট ম্যাচের সাতটিতে হারা দল কি কামিন্সদের চমকে দিতে পারবেন? প্লে-অফের ক্ষীণ আশা বজায় রাখতে হলে কিন্তু জয় বাধ্যতামূলক। সেক্ষেত্রে দলের মহাতারকাদের অন্যতম গ্লেন ম্যাক্সওয়েল একাদশে ফিরলে দলের শক্তি বাড়বে বটে। তবে তিনি মানসিক ক্লান্তির কারণে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। এই মরণ-বাঁচন ম্যাচে ম্যাক্সওয়েল ফেরেন কি না, সেটাও কিন্তু দেখার বিষয় হতে চলেছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'তুমি দুর্দান্ত প্যাট', ২২ গজের মহারণের আগে কামিন্স-বন্দনায় কোহলি 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.