Kohli-Cummins: 'তুমি দুর্দান্ত প্যাট', ২২ গজের মহারণের আগে কামিন্স-বন্দনায় কোহলি
SRH vs RCB: আইপিএলের প্লে-অফে পৌঁছনোর ক্ষীণ আশা জিইয়ে রাখতে হলে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ জেতা ছাড়া আরসিবির কাছে আর কোনও বিকল্প নেই।
হায়দরাবাদ: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (SRH vs RCB)। নিজেদের আইপিএলের (IPL 2024) প্লে-অফে পৌঁছনোর ক্ষীণ আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জেতা ছাড়া আরসিবির কাছে আর কোনও বিকল্প নেই। সেই মরণ-বাঁচন ম্যাচের আগেই প্রতিপক্ষ অধিনায়কের প্রশংসা বিরাট কোহলির (Virat Kohli) মুখে।
ম্যাচের আগে উপ্পলে কোহলির পাশাপাশি নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। অনুশীলন শেষে দুই মহাতারকার খুনসুটির এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। সেই ভিডিওতে ব্যাটিং শেষে মাঠে বসা কোহলির কাছে গিয়ে কামিন্সকে বলতে শোনা যায়, 'কোচ বলছিলেন আমার ব্যাটিংটা দেখে মনে হচ্ছে এই উইকেটটা একেবারেই পাটা। আমি এইটুকুই শুনতে পেলাম।' জবাবে কোহলি মুচকি হাসি দিয়ে বলেন, 'তুমি দুর্দান্ত প্যাট।'
"You're too good, Pat" 😅
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 24, 2024
No 🤫 needed! A bit of banter ahead of our game tomorrow. 😬
This is Royal Challenge presents RCB Shorts. #PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #ChooseBold pic.twitter.com/n8wegdTjUt
আরসিবির তরফে যেখানে দুই তারকার কথোপকথনের ছোট্ট ভিডিও আপলোড করা হয়, সেখানে সানরাইজার্স কামিন্স ও কোহলির পাশাপাশি নেটে ব্যাটিং করার একটি ভিডিও আপলোড করে। ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
The crossover we all love to see 🤩 pic.twitter.com/nLlDlUcH7E
— SunRisers Hyderabad (@SunRisers) April 24, 2024
প্রসঙ্গত, বর্তমানে নাগাড়ে ছয় ম্যাচ হেরে আইপিএলের পয়েন্ট তালিকায় সবার নীচে আরসিবি। ঝুলিতে মাত্র দুই পয়েন্ট। অপরদিকে, দুরন্ত ছন্দে পাঁটচা ম্যাচ জিতে তৃতীয় স্থানে সানরাইজার্স। শুধু জয়ই নয়, সানরাইজার্স প্রথম দল হিসাবে এবারের মরশুমে তিনবার ২৫০-র অধিক রান তুলেছে। এই কৃতিত্ব আর কোনও দলের নেই। ফর্মের বিচার দুই সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থিত দুই দলের লড়়ইটা কেমন হয়, সেইদিকে তাকিয়ে রয়েছেন সকলে। হারের সরণি থেকে জয়ে ফিরতে পারবে আরসিবি? না আবার বোর্ডে কার্যত অসমভব এক বিরাট রান খাড়া করে জয় ছিনিয়ে নেবে সানরািজার্স? সময়ই এই প্রশ্নের উত্তর দেবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: শীর্ষে এখনও কোহলিই, তবে বিরাটের ওপর চাপ বাড়ালেন পন্থ, অরেঞ্জ ক্যাপের দৌড়ে কত নম্বরে ঋষভ?