চেন্নাই: সুনীল নারাইনকে (Sunil Narin আপনি কখনও এতটা উৎফুল্ল এর আগে দেখেছেন কি? গতকাল কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ক্যারিবিয়ান তারকার মাঠে কিছু মুহূর্তের ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। বিশেষ করে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে ম্যাচের পর খুনসুটি, তাঁকে কোলে তুলে নেওয়ার, ফ্যানেদের সঙ্গে সেলফি। আর সবচেয়ে মূল্যবান মুখের ওই মিতহাসি। সত্যি, শেষ পর্যন্ত সুনীল নারাইনও হাসলেন। এই নিয়ে তিনবার কেকেআর আইপিএল জিতল। আর তিনবারই এই দলটার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এবার তো টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের তকমাও জিতে গেলেন।
গতকাল ছিল নারাইনের জন্মদিন। ৩৬ এ পা রাখলেন ক্যারিবিয়ান তারকা। যে দলের হয়ে গত ১২ বছর ধরে তার সম্পর্ক, সেই দল ফের একবার খেতাব জিতেছে। জন্মদিনের এর থেকে ভাল সেলিব্রেশন আর কিছু হয় নাকি! নারাইন এবার ব্যাট হাতে হাঁকিয়েছেন ৪৮৮ রান। তার মধ্যে রয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইডেনে ঝোড়ো সেঞ্চুরিও। তিনটি অর্ধশতরানও করেছেন। ১৮০ র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন নারাইন। মোট ৩৩টি ছক্কা ও ৫০ টি বাউন্ডারি মেরেছেন। অর্থাৎ প্রতিপক্ষ শিবিরের সামনে ব্যাট হাতে কতটা ত্রাস তিনি তৈৈরি করেছিলেন, এর থেকেই বোঝা যাচ্ছে। জন্মদিনে তাঁর ফ্র্য়াঞ্চাইজি আইপিএল চ্যাম্পিয়ন, আর তিনি নিজে টুর্নামেন্টের সেরা প্লেয়ার। নারাইনের থেকে সুখী বোধহয় এই মুহূর্তে কেউ নেই। রবি রাতের পর তিনি গাইতেই পারেন..''জিনা ইসি কা নাম হ্যায়''
বল হাতে নারাইন নিয়েছেন মোট ১৭ উইকেট। গতকাল শাহবাজ আহমেদের উইকেট নেন ক্যারিবিয়ান তারকা। মাত্র ৬.৭৯ ইকনমি রেটে বোোলিং করেছেন। ওপেনিংয়ে সল্টের সঙ্গে জুটি বেঁধে কেকেআরের হয়ে লিগ পর্যায়ে ওপেনিংয়ে নেমেছিলেন। প্লে অফের সল্ট না থাকায় গুরবাজ ওপেন করেছিলেন। নারাইন প্লে অফে রান সেভাবে পাননি। কিন্তু গুরবাজ জ্বলে ওঠেন এই দুই ম্য়াচে।
নারাইন ২০১২ সালে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। সেই থেকেই কেকেআর শিবিরের সঙ্গেই রয়েছেন। আগামী মরশুমে বড় নিলাম রয়েছে। তবে কেকেআর আদৌ নারাইনকে ছাড়বেন কি না, তা জানা নেই। কারণ এখনও কিন্তু তাঁর স্পিনের রহস্য অনেক ব্যাটাররাই ভেদ করতে পারেননি।