নয়াদিল্লি : ট্রিস্টান স্টাবস ও অভিষেক পোড়েলের দুরন্ত অর্ধ শতরানে ভর করে ২০৮  রান তুলল DC। লড়াই দিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থও। জয়ের জন্য LSG-র প্রয়োজন ২০৯  রান। বল হাতে ভাল পারফর্ম করলেন নবীন উল হক। তুলে নিলেন দুটি উইকেট। আরশাদ খান ও রবি বিষ্ণৈ একটা করে উইকেট নিলেন।


এদিন টসে জিতে দিল্লি ক্যাপটালসকে ব্য়াট করতে পাঠান LSG অধিনায়ক কে এল রাহুল। এটা DC-র কাছে মরণ-বাঁচন ম্যাচ। কারণ, এই ম্যাচে হারলেই তারা প্লে অফের লড়াই থেকে ছিটকে যাবে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের থেকে ভাল জায়গায় রয়েছে LSG-র অবস্থা। যদিও তাদের ক্ষেত্রেও একাধিক সমীকরণের উপর নির্ভর করছে পরের ধাপে পৌঁছনো।


এই পরিস্থিতিতে আজ ব্যাট করতে নেমে অন্যবদ ইনিংস খেলেন অভিষেক পোড়েল। ৩৩ বলে ৫৮ রান তোলেন তরুণ এই ব্যাটার। ৫টি ৪ ও ৪টি ৬ সহযোগে। DC-র হয়ে ব্যাট হাতে সফল স্টাবসও। ২৫ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ৩টি চার ও ৪টি ছক্কা সহযোগে। অন্যদিকে, ২৩ বলে ৩৩ রান করেন অধিনায়ক ঋষভ পন্থ। শাই হোপের সংগ্র ২৭ বলে ৩৮ রান।


সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একপেশে হারের পর মাঠেই লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার অধিনায়ক কেএল রাহুলকে (KL Rahul) ভর্ৎসনার ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা ক্রিকেটবিশ্ব। সেই ঘটনার পর আজ প্রথমবার মাঠে নামে লখনউ দল। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস (DC vs LSG)। রাহুলের দল ছাড়া অধিনায়কত্ব যাওয়ার জল্পনা শুরু হলেও, লখনউ শিবিরের তরফে বারংবার সেই জল্পনা খর্ব করে দেয়। দাবি করা হয় দলের অধিনায়ক এবং কর্ণধারের মধ্যে সম্পর্কে কোনও অবনতি হয়নি। সব ঠিকই রয়েছে। এরপর সঞ্জীব গোয়েঙ্কা এবং কেএল রাহুলকে আলিঙ্গন করতে দেখা গেল। ম্যাচের আগের রাতে নয়াদিল্লিতে নিজের বাসভবনে সঞ্জীব গোয়েঙ্কা গোটা দলের জন্য নৈশভোজের আয়োজন করে। সেখানেই রাহুল এবং সঞ্জীব গোয়েঙ্কাকে আলিঙ্গন করতে দেখা যায়। 


লখনউকে আজ এবং পরের ম্যাচেও জিততেই হবে। দুই ম্যাচ জিতলে রাহুলদের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা বজায় থাকবে। তবে সেক্ষেত্রেও সানরাইজার্স হায়দরাবাদ আর চেন্নাই সুপার কিংসের হারের প্রত্যাশায় থাকতে হবে লখনউকে। আর তারা যদি আজকের ম্যাচে পরাজিত হয়, তাহলে কার্যত সব আশা শেষ। কারণ শেষ ম্যাচে জিতলেও লখনউয়ের নেট রান রেট সিএসকে এবং সানরাইজার্সের থেকে এতটাই খারাপ যে কার্যত অস্বাভাবিক কিছু না ঘটলে সেক্ষেত্রে লখনউ বাকি দুই দলকে টপকে যেতে পারবে না। এই ম্যাচে রাহুল শেষমেশ মাঠে নামেন কি না, এখন সেটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।