বেঙ্গালুরু: বরাবর তিনি পরিচিত আগ্রাসন দেখানোর জন্য। অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর ফাস্টবোলার মিচেল জনসনকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে চুমু ছুড়ে দিয়েছিলেন। সেই বিরাট কোহলি কি এখন অনেক নমনীয়?


না হলে কোহলি-গৌতম গম্ভীর আলিঙ্গনের দৃশ্যকে আর কীভাবেই বা ব্যাখ্যা করা সম্ভব?


শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচের অনেক আগে থেকেই আলোচনা চলছিল, কলকাতা নাইট রাইডার্সের (KKR) ডাগ আউটের দিকে তাকালে কি বাড়তি উৎসাহ পাবেন বিরাট কোহলি (Virat Kohli)? সেখানে যে বসে থাকবেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দুই তারকার সম্পর্ক নিয়ে কম কাণ্ড হয়নি। গত আইপিএলেই (IPL 2024) লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে গম্ভীর-কোহলি মাঠেই বচসায় জড়িয়েছিলেন। একে অন্যের দিকে তেড়েও গিয়েছিলেন।


শুক্রবার ব্যাটে রান পেলেন কোহলি। কেকেআরের বিরুদ্ধে তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। গম্ভীর দর্শনের জন্যই কি না জানা না গেলেও, ঘরের মাঠে সাবলীল ব্যাটিং করলেন কোহলি। মাত্র ৩৬ বলে হাফসেঞ্চুরি। ৫৯ বলে ৮৩ রান করে অপরাজিত রইলেন কোহলি। তবে ব্যাটিং ছাপিয়ে উঠে এল কোহলি-গম্ভীর আলিঙ্গন নিয়ে আলোচনা।


আরসিবি ইনিংসের ১৬তম ওভার তখন সবে শেষ হয়েছে। স্ট্র্যাটেজিক টাইম আউট। মাঠে ক্রিকেটারেরা জল পান করে নিচ্ছিলেন। ক্রিজে তখন কোহলি। মাঠে ঢোকেন কেকেআরের মেন্টর গম্ভীর। স্ট্র্যাটেজিক টাইম আউটের আড়াই মিনিট সময় যে রণকৌশল ঠিক করে নেওয়ার মাহেন্দ্রক্ষণ।


 






গম্ভীরকে দেখে এগিয়ে যান কোহলি। দুজনকে দেখা যায় একে অপরকে আলিঙ্গন করছেন। হাসিমুখে কথা বলেন দুই তারকা। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। দুজনের সম্পর্কের বরফও যেন গলার ইঙ্গিত। ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক রবি শাস্ত্রী। যিনি কোহলি ঘনিষ্ঠ বলেই পরিচিত। মজা করে শাস্ত্রী বলে ফেললেন, 'দারুণ স্পিরিট দেখাল দু'জন। দর্শকেরা হয়তো এই দৃশ্য দেখে খুব একটা খুশি হবেন না।' যেন বোঝাতে চাইলেন, কোহলি-গম্ভীর দ্বৈরথ ক্রিকেটপ্রেমীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছিল।


 




তবে একে অপরকে জড়িয়ে ধরে আপাতত সব জল্পনায় জল ঢাললেন দুই তারকা। মধুরেণ সমাপয়েৎ?


আরও পড়ুন: পাঁচশো টি-টোয়েন্টি! মাইলফলক স্পর্শ করলেন কেকেআরের স্পিনার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে