বেঙ্গালুরু: ঘরের মাঠে আজ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। প্লে অফের টিকিট পেতে গেলে এই ম্য়াচে জয় ছাড়া আর কোনও রাস্তা নেই দুই দলের কাছেই। সিএসকের (Chennai Super Kings) জন্য একটা জয় পেলেই হবে, তবে আরসিবির (RCB) জন্য একটা অঙ্ক রয়েছে। এক্ষেত্রে প্রথমে ব্যাটিং করতে নামলে ১৮ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিতে হবে। অন্য়দিকে যদি রান তাড়া করতে নামে ফাফ ডু প্লেসির দল, তবে ১৮.১ ওভারের মধ্যে সেই রান তুলে নিতে হবে তাঁদের।
এই ম্য়াচে আরসিবির তুরুপের তাস অবশ্যই হতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। অরেঞ্জ ক্যাপের দৌড়ে এখনও পর্যন্ত শীর্ষেই রয়েছে। ব্যাট হাতে সব ম্য়াচেই প্রায় রান পেয়েছেন। এদিক আজ চেন্নাইয়ের বিরুদ্ধে ম্য়াচে ব্যাট হাতেও নতুন নজির গড়ার হাতছানি রয়েছে কিং কোহলির সামনে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আজ ৭৬ রান করতে পারলেই আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে আট হাজার রানের মালিক হবেন বিরাট। এখনও পর্যন্ত প্রাক্তন আরসিবি অধিনায়ক ৭৯২৪ রান করেছেন আইপিএলে। ২৫০ ম্য়াচের ২৪২ ইনিংসে ১৩১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। আটটি সেঞ্চুরি ও ৫৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন কোহলি।
আজ ১৮ মে সিএসকের বিরুদ্ধে আইপিএলে খেলতে নামছেন বিরাট। এই আঠারো নম্বরটি ভীষণ স্পেশাল বিরাটের। তাঁর জার্সি নম্বরও এটি। এছাড়াও এই দিনেই আইপিএলে দুটো সেঞ্চুরি ও একটি অর্ধশতরান রয়েছেন কোহলির। ২০১৩ সালে ২৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন সিএসকের বিরুদ্ধেই। পাঞ্জাবের বিরুদ্ধে ২০১৬ সালে আজকের দিনেই শতরান হাঁকিয়েছিলেন তিনি। বেঙ্গালুরুতে সেদিন ৫০ বলে ১১৩ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আজকের দিনেই ৬৩ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন বিরাট।
এদিকে, টুর্নামেন্টের লিগ পর্যায়ের শেষ যত হতে চলেছে ততই সব ম্য়াচে বৃষ্টির প্রকোপ বাড়ছে। এই পরিস্থিতিতে বেঙ্গালুরুর হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কমলা সতর্কতা থাকছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস জানানো হয়েছে, দুপুর একটা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ৬১ শতাংশ। তবে দুপুর ৩টের পর থেকে বৃষ্টির আশঙ্কা কমছে। বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। রাত ১১টার পর ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলে পয়েন্ট ভাগ হবে, সেক্ষেত্রে চতুর্থ দল হিসেবে প্লে অফে পৌঁছে যাবে সিএসকে। ছিটকে যাবে আরসিবি।