চেন্নাই: শুরুতে বলই পাচ্ছিলেন না। ফাফ ডু প্লেসি প্যাভিলিয়নে ফিরতে ধীরে ধীরে নিজেকে সেট করছিলেন ক্রিজে। কিন্তু এরইমধ্যে মুস্তাফিজুর রহমনের একটি স্লোয়ার ডেলিভারিতে বাউন্ডারি লাইনে রাহানের দুরন্ত ফিল্ডিংয়ের সামনে আউট হতে হয়েছিল বিরাট কোহলিকে। কিন্তু তার মধ্যেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে এক অনন্য রেকর্ড গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১২ হাজার রান পূরণ করলেন বিরাট। এই ম্য়াচে নামার আগে মাত্র ৬ রান দূরে ছিলেন বিরাট। এই ৬ রান করার পথে সিঙ্গলস নিয়েই রেকর্ড বুকে নাম লিখিয়ে নেন বিরাট।
এই ম্য়াচে নামার আগে ১১,৯৯৪ রান নিজেদের নামের পাশে যোগ করেছিলেন বিরাট। প্রথম সাত ওভারে মাত্র আটটি ডেলিভারি খেলার সুযোগ পেয়েছিলেন কোহলি। কারণ উল্টোদিকে ফাফ ডু প্লেসি ২৩ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। নিজের ইনিংসে কোনও ছক্কা না হাঁকালেও ৮টি বাউন্ডারি হাঁকান প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক। কোহলি ২০ বলে ২১ রানের ইনিংস খেলেন। মুস্তাফিজুরের বলে একটি ছক্কা হাঁকিয়েছিলেন। সেই একই ভাবে দ্বিতীয় ছক্কা হাঁকাতে দিয়ে রাহানের হাতে জমা পড়েন কিং কোহলি। তবে এর মধ্য়েই রেকর্ড বুকে নাম লিখিয়ে নেন বিরাট। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে কুড়ির ফর্ম্যাটে ১২ হাজার রান পূরণ করেন বিরাট।
এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে খেলেননি বিরাট। কিছুদিন আগেই দ্বিতীয়বার বাবা হয়েছেন বিরাট। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কোহলির স্ত্রী অনুষ্কা। এদিন নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের ৩৭০ তম ম্য়াচ খেলতে নেমেছিলেন বিরাট। এটি ছিল কোহলির ৩৬০ তম ইনিংস। নিজের টি-টোয়েন্টি কেরিয়ারে আটটি বাউন্ডারি ও ৯১টি অর্ধশতরান হাঁকিয়েছেন।
দেশের জার্সিতে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৪০৩৭ রান এখনও পর্যন্ত করেছেন বিরাট। এই টুর্নামেন্ট কোহলির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী জুন জুলাইয়ে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টে বিরাট আদৌ খেলবেন কি না, তা তাঁকে দলে রাখা হবে কি না তা নিয়ে অনেক জলঘোলা হচ্ছে। এমনটও শোনা যাচ্ছে যে নির্বাচকরা নাকি কোহলিকে বার্তা পাঠিয়েছেন যে তরুণ ক্রিকেটারদের নিয়েই টি-টোয়েন্টি ফর্ম্য়াটের দল সাজাতে চায় তাঁরা। সেক্ষেত্রে আইপিএলে দুরন্ত পারফর্ম করলে নির্বাচকরদের মুখও বন্ধ করে দিতে পারবেন তিনি।
আরও পড়ুন: আইপিএল শুরু হওয়ার আগে আরও শক্তিশালী হল মুম্বই, যোগ দিলেন সেরা পেস অস্ত্র