বেঙ্গালুরু: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে তিনি। একের পর এক ম্য়াচে ব্যাট হাতে ঝড় তুলছেন তিনি। এবার এক অনন্য মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে কিং কোহলি। আজ দিল্লির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে আরসিবি। আর আইপিএলের শুরুর থেকেই আরসিবির হয়েই খেলছেন তিনি। এবার এই আরসিবির জার্সিতেই নিজের আড়াইশোতম ম্য়াচ খেলতে চলেছেন বিরাট। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামলেই এই নজির গড়বেন তিনি।


দুটো দলই প্লে অফের দৌড়ে রয়েছে ভীষণভাবে। দিল্লি রয়েছে পাঁচ নম্বরে ও আরসিবি রয়েছে সাত নম্বরে। বিরাট কোহলির ব্যাট চললে আজকের ম্য়াচেও দিল্লির বিরুদ্ধে নিঃসন্দেহে জয় হয়ত ছিনিয়ে নেবে আরসিবি। সেক্ষেত্রে তারা প্লে অফের পথে আরও কিছুটা এগিয়ে যাবে। যদিও খাতায় কলমে অঙ্কটা বেশ জটিল। কিন্তু নিজের আড়াইশোতম ম্য়াচে অবশ্যই ব্যাট হাতে ভাল ইনিংস খেলতে চাইবেন কোহলি নিজেও। এখনও পর্যন্ত আরসিবির জার্সিতে ২৪৯ ম্য়াচ খেলে ৭৮৯৭ রান করেছেন। ৩৮.৭১ গড়ে ব্যাটিং করেছেন তিনি। এছাড়াও স্ট্রাইক রেট ১৩১ এর ওপর। আটটি শতরান ও ৫৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন কিং কোহলি। অপরাজিত ১১৩ রানের ইনিংস বিরাটের ব্য়ক্তিগত সর্বোচ্চ রান। এখনও পর্যন্ত তিনবার আইপিএলের ফাইনালে খেলেছেন বিরাট আরসিবির জার্সিতে। ২০০৯, ২০১১, ২০১৬ মরশুমে আরসিবি ফাইনাল খেলেছিল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বিরাট। 


 






আইপিএলের ইতিহাসে এক মরশুমে সর্বাধিক রান করার রেকর্ডও বিরাটের ঝুলিতে। ২০১৬ মরশুমে ১৬ ইনিংস খেলে ৯৭৩ রান করেছিলেন বিরাট। সেই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। চারটি অর্ধশতরান ও সাতটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আইপিএলে সবচেয়ে বেশি ম্য়াচ খেলার রেকর্ড মহেন্দ্র সিংহ ধোনির ঝুলিতে। ২৬৩ ম্য়াচ খেলেছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। ২৫৬ ম্য়াচ খেলেছেন রোহিত শর্মা ও দীনেশ কার্তিক ২৫৪ ম্য়াচ খেলেছেন। বিরাট আর একটি সেঞ্চুরি হাঁকালেই পেশাদার ক্রিকেটে একশো সেঞ্চুরির মালিক হয়ে যাবেন। উল্লেখ্য়, চলতি আইপিএলে ১২ ইনিংসে এখনও পর্যন্ত ৬৩৪ রান করেছেন কিং কোহলি।