চেন্নাই: আইপিএলের (IPL 2024) শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। আগামী মরশুমেও ধোনির নেতৃত্বেই টুর্নামেন্টে খেলতে নামবে সিএসকে। বিয়াল্লিশ বছরের ধোনির হয়ত এটাই শেষ মরশুম আইপিএলে। বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের মুখ থেকে এখনও সেই বিষয়ে কিছু না বললেও এমনটাই মনে করা হচ্ছে যে ধোনি শেষবারের মত এবারের টুর্নামেন্টে খেলতে নামবেন। কিন্তু কে হতে পারেন ধোনির পরবর্তে আইপিএলে চেন্নাইয়ের অধিনায়ক?


গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে পঞ্চমবার আইপিএল জিতেছিলেন ধোনি। হাঁটুর চোট নিয়েও টুর্নামেন্টে খেলেছিলেন। এবার আইপিএল শুরুর আগে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছিলেন। ইতিমধ্যেই ক্যাম্পেও যোগ দিয়েছেন। আগামী ২২ মার্চ আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠে পি চিদাম্বরম স্টেডিয়ামে এবারের আইপিএলের প্রথম ম্য়াচে মুখোমুখি হবে সিএসকে।


তবে এরই মধ্যে সিএসকে অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে চেন্নাইয়ের সিইও কে বিশ্বনাথন জানিয়েছেন, ''আমাদের শ্রীনিবাসন এটা খুব স্পষ্ট করে দিয়েছেন যে, অধিনায়ক ও সহ-অধিনায়ক নিয়োগ নিয়ে কোনও কথা হবে না। সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা কোচ এবং অধিনায়কের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে, অধিনায়ক এবং কোচ মিলে সিদ্ধান্ত নেবেন এবং আমাদেরকে জানাবেন। এরপরই আমরা সবাইকে এই বিষয়ে জানিয়ে দেব।''


উল্লেখ্য, ২০২২ আইপিএলের শুরুতে ধোনি দলে থাকলেও, রবীন্দ্র জাডেজাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি চূড়ান্ত ব্যর্থ হন। পরে ফের ধোনিই নেতৃত্বভার পান সিএসকে শিবিরের।