মুম্বই: আইপিএলের নিলামের আগে সব দলই তাঁদের চূড়ান্ত রিটেনশন তালিকা তৈরি করেছে। ৩১ অক্টোবর আজ, বৃহস্পতিবারই ছিল তালিকা জমা দেওয়ার শেষ দিন। সেই মতই চূড়ান্ত তালিকায় প্রতিটি দলই একাধিক চমক দেখিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ১০টি দল কোন কোন প্লেয়ারকে ধরে রাখল। আর কত টাকা দিয়ে তাঁদের ধরে রাখা হল -


কেকেআর


কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিংহকে ১৩ কোটি টাকা মূল্যে ধরে রেখেছে। এছাড়া সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেলকে ১২ কোটি টাকা করে ধরে রাখা হয়েছে। ২ আনক্যাপড প্লেয়ার হর্ষিত রানা ও রামনদীপ সিংহকে ৪ কোটি টাকা মূল্যে ধরে রাখা হয়েছে। 


মুম্বই ইন্ডিয়ান্স


সবচেয়ে বেশি নজর ছিল এই ফ্র্যাঞ্চাইজির ওপর। স্বাভাবিকভাবেই তারাও চমক দিয়েছে। রোহিত শর্মাকে ১৬.৩০ কোটি টাকা মূল্যে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও ক্যাপ্টেন হার্দিককে ১৬.৩৫ কোটি ও সূর্যকুমার যাদবকেও সমসংখ্যক মূল্যে রিটেন করেছে দল। সবচেয়ে বেশি জসপ্রীত বুমরা ১৮ কোটি টাকা পাবেন। তিলক ভার্মা ৮ কোটি টাকা পাবেন।


চেন্নাই সুপার কিংস


আগেই সম্ভাবনা ছিল যে মহেন্দ্র সিংহ ধোনিকে আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটেন করবে সিএসকে। সেই মত ৪ কোটি টাকা মূল্যে ধরে রাখা হয়েছে। এছাড়া অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড পাবেন ১৮ কোটি টাকা। জাডেজাও ১৮ কোটি। মাহিশা পাথিরানা পাবেন ১৩ কোটি। শিবম দুবে ১২ কোটি টাকা পাবেন।


আরসিবি


মাত্র তিনজন প্লেয়ারকে রিটেন করেছে আরসিবি। বিরাট কোহলিকে ২১ কোটি টাকা রেকর্ড মূল্যে ধরে রাখা হয়েছে। রজত পাতিদার ১১ কোটি ও যশ দয়াল ৫ কোটি টাকা পাবেন। 


রাজস্থান রয়্যালস


রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনকে ধরে রেখেছে ১৮ কোটি টাকা দিয়ে। জয়সওয়ালও পাবেন ১৮ কোটি। রিয়ান পরাগ ও ধ্রুব জুড়েল ১৪ কোটি করে পাবেন। হেটমায়ার ১১ কোটি ও আনক্যাপড প্লেয়ার হিসেবে সন্দীপ শর্মা পাবেন ৪ কোটি টাকা। 


দিল্লি ক্যাপিটালস


পন্থকে ছেড়ে দিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। অক্ষর পটেল ১৬.৫ কোটি টাকা পাবেন। কুলদীপ ১৩.২৫ কোটি টাকা পাবেন। এছাড়া স্টাবস ১০ কোটি টাকা পাবেন ও আনক্যাপড প্লেয়ার হিসেবে অভিষেক পোড়েল ৪ কোটি টাকা পাবেন।


সানরাইজার্স হায়দরাবাদ


প্যাট কামিন্সই থাকছেন অধিনায়ক। তাঁকে ১৮ কোটি দিয়ে ধরে রাখা হয়েছে। হেনরিখ ক্লাসেন সবচেয়ে বেশি ২৩ কোটি পাচ্ছেন। ট্রাভিস হেড ও অভিষেক শর্মা ১৪ কোটি করে পাবেন। নীতিশ রেড্ডি ৬ কোটি টাকা পাবেন। 


গুজরাত টাইটান্স


শুভমন গিল সহ আরও চারজন প্লেয়ারকে ধরে রেখেছে গুজরাত টাইটান্স। ১৬.৫ কোটি টাকা পাবেন গিল। তালিকায় সবচেয়ে বেশি টাকা পাচ্ছেন রশিদ খান। তিনি ১৮ কোটি পাচ্ছেন। ৮.৫ কোটি টাকা পাবেন সাই সুদর্শন। ২ আনক্যাপড প্লেয়ার শাহরুখ খান ও রাহুল তেওয়াটিয়া ৪ কোটি করে পাচ্ছেন।


পাঞ্জাব কিংস


মাত্র ২ জন প্লেয়ারকেই পাঞ্জাব কিংস রিটেন করেছে এবার। আনক্যাপড প্লেয়ার হিসেবে শশাঙ্ক সিংহকে ৫.৫ কোটি টাকা মূল্যে ধরে রাখা হয়েছে। অন্য়দিকে আরেক আনক্যাপড প্লেয়ার প্রভসিমরন সিংহকে ৪ কোটি টাকা মূল্যে রিটেন করা হয়েছে।


লখনউ সুপারজায়ান্টস


প্রত্যাশামতই কে এল রাহুল আর থাকলেন না লখনউ সুপারজায়ান্টসে। ২১ কোটি টাকা দিয়ে নিকোলাস পুরাণকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজি। হয়ত তিনিই হবেন নতুন অধিনায়কও। এছাড়া রবি বিষ্ণোই ও ময়ঙ্ক যাদব ১১ কোটি করে পাবেন। মহসিন খান ও আয়ুশ বাদোনি পাবেন ৪ কোটি করে।