নয়াদিল্লি: তিনি ভারতের বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে ওয়ান ডে ক্রিকেটে বিশ্বজয়ের অন্যতম কারিগর। ভারতীয় ক্রিকেট বোর্ডের শাস্তির হাত থেকে রেহাই পেলেন না সেই মুনাফ পটেলও।

দিল্লি ক্যাপিটালস বুধবার সুপার ওভারে রোমাঞ্চকর লড়াইয়ে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে। তবে এই ম্যাচের পর ভারতীয় ক্রিকেট বোর্ড দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ মুনাফ পটেলকে বড় অঙ্কের জরিমানা করেছে। ম্যাচের সময় তিনি আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন বলে অভিযোগ। গোটা ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। জরিমানা হিসেবে মুনাফের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

আইপিএল তাদের প্রকাশিত বিবৃতিতে বলেছে, "দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ মুনাফ পটেলের বিরুদ্ধে বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের ম্যাচের সময় আইপিএল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। যে কারণে মুনাফ পটেলের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং সঙ্গে তাঁকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। মুনাফ পটেল আইপিএল আচরণবিধির ২.২০ অনুচ্ছেদের অধীনে লেভেল ১ এর অপরাধ স্বীকার করেছেন, যা খেলার মনোভাবের বিরুদ্ধে আচরণের সঙ্গে সম্পর্কিত। তিনি ম্যাচ রেফারির সাজা মেনে নিয়েছেন। আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।"

আম্পায়ারের সঙ্গে মুনাফ পটেলের বাকবিতণ্ডা

ভিডিওতে দেখা যাচ্ছে যে, মুনাফ পটেল কোনও বিষয় নিয়ে চতুর্থ আম্পায়ারের ওপর অসন্তুষ্ট ছিলেন। তিনি তাঁর সঙ্গে উত্তেজিতভাবে কথা বলছিলেন। মুনাফ সীমানার ধারে বসেছিলেন। দিল্লির কয়েকজন খেলোয়াড় পানীয় জল নিয়ে দাঁড়িয়েছিলেন। ভিডিওতে দাবি করা হয় যে, আম্পায়ার খেলোয়াড়কে মাঠের ভেতরে যেতে দিচ্ছিলেন না বলে মুনাফ তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। মনে করা হচ্ছে, মুনাফ মাঠের ক্রিকেটারদের বার্তা পাঠাতে চেয়েছিলেন।

তবে দিল্লি ক্যাপিটালস তাদের দুর্দান্ত বোলিংয়ের জোরে এই ম্যাচ জিতেছে। রাজস্থানকে জয়ের জন্য শেষ ওভারে ৯ রান তুলতে হতো। কিন্তু মিচেল স্টার্কের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে তারা আটকে যায়। ম্যাচ টাই হয়। এরপর সুপার ওভারে স্টার্ক মাত্র ১১ রান দেন। যা দিল্লি ৪ বলেই তুলে দিয়ে ম্যাচ জেতে।