মুম্বই: জমে উঠেছে আইপিএলের পয়েন্ট টেবিলে (IPL Points Table) সাপ লুডোর লড়াই। রেকর্ড সংখ্যক পাঁচবার করে আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হওয়া দুই দল - চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) রয়েছে পয়েন্ট টেবিলের নীচের অর্ধে। রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে রাজস্থান রয়্যালসকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।

গত কয়েক মরশুম ধরে টানা ব্যর্থতার পর এবার নতুন উদ্যমে দল গড়েছে দিল্লি ক্যাপিটালস। নতুন কোচ, নতুন অধিনায়ক। কে এল রাহুল নয়, বরং অলরাউন্ডার অক্ষর পটেলের হাতে তুলে দেওয়া হয়েছে নেতৃত্বের ব্যাটন। টুর্নামেন্টে ৬টি ম্যাচ খেলে পাঁচটি জিতেছে দিল্লি ক্যাপিটালস। ১০ পয়েন্ট সহ এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছেন অক্ষর পটেলরা। গুজরাত টাইটান্সকে সিংহাসনচ্যুত হয়েছে করেছে দিল্লি।

দুইয়ে নেমে গিয়েছেন শুভমন গিলরা। গুজরাত টাইটান্স ৬ ম্যাচ খেলে ৪টিতে জিতেছে। ৮ পয়েন্ট রয়েছে গুজরাতের ঝুলিতে। পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে তারা। তবে শুধু গুজরাত নয়, আরও তিন দলের ঝুলিতে রয়েছে ৮ পয়েন্ট করে। তবে রান রেটে বাকি তিন দলের চেয়ে এগিয়ে রয়েছে গুজরাত টাইটান্স। শুভমনদের রান রেট +১.০৮১। সেই কারণেই দুইয়ে গুজরাত।

 

৮ পয়েন্ট করে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের ঝুলিতেও। ৬ ম্যাচে ৮ পয়েন্ট থাকলেও রান রেটে পঞ্জাব ও লখনউয়ের চেয়ে এগিয়ে আরসিবি। রজত পাতিদারদের রান রেট +০.৬৭২। পঞ্জাবের নেট রান রেট +০.১৭২। শ্রেয়স আইয়াররা আছেন চার নম্বরে। +০.০৮৬ রান রেট সহ পাঁচে রয়েছে ঋষভ পন্থের লখনউ।

৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট রয়েছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ঝুলিতে। অজিঙ্ক রাহানেরা রয়েছেন পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। বাকি চার দল - মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস - প্রত্যেকের ঝুলিতেই রয়েছে ৪ পয়েন্ট করে। রান রেটে এগিয়ে থাকায় মুম্বই রয়েছে সাত নম্বরে। হার্দিক পাণ্ড্যদের নেট রান রেট +০.১০৪। -০.৭১৪ নেট রান রেট সহ রাজস্থান রয়্যালস রয়েছে আট নম্বরে। -১.২৪৫ রান রেট সহ ৯ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। -১.২৭৬ রান রেট সহ ১০ নম্বরে রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস।