চেন্নাই: শুক্রবার আইপিএলে (IPL 2025) মহারণ। চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Chennai Super Kings vs Kolkata Knight Riders)। এক ফ্র্যাঞ্চাইজির দখলে রয়েছে পাঁচটি আইপিএল খেতাব এবং আরেক দল জিতেছে তিনটি। প্রকৃত অর্থেই চিপকের ময়দানে আজ হেভিওয়েট ক্ল্যাশ হতে চলেছে। তবে ২২ গজের মহারণের আগে বরাবরই অনুশীলনে দুই দলের ক্রিকেটারদের মধ্যে আলাপচারিতায় বন্ধুত্বের ছবি দেখা যায়। সিএসকে বনাম কেকেআরের ম্যাচের আগেও এমনই ছবি দেখা গিয়েছিল। তবে বাধ সাধলেন ধোনি!
সিএসকের ব্যাটিং নেটে তখন ব্যাটিং করার জন্য তখন দস্তানা পরে প্রস্তুতি নিচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি। অপরপ্রান্ত থেকে একজন কেকেআরের জার্সি এগিয়ে আসতেই মাহি বলে উঠলেন, 'প্রতারক চলে এসেছে।' কার উদ্দেশে মাহি এমন বললেন? তিনি আর কেউ নন, ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। ক্যারিবিয়ান তারকা দীর্ঘদিন ধোনির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সিএসকের হলুদ জার্সিতে আইপিএলের মঞ্চ মাতিয়েছেন। খেলোয়াড় হিসাবে ২০১১, ২০১৮ ও ২০২১ তিন মরশুমে খেতাব জিতেছেন। ২০২৩ সালে দলের বোলিং কোচ হিসাবেও আইপিএল ট্রফি জেতেন ব্র্যাভো।
তবে চলতি মরশুমের শুরুতেই সিএসকের কোচিং ক্যাম্প ছেড়ে কেকেআরের মেন্টরের দায়িত্ব নিজের হাতে তুলে নেন ব্র্যাভো। সেই কারণেই ব্র্যাভোকে প্রতারকের তকমা দেন ধোনি। জবাবে ব্র্যাভো বলেন, 'জীবনে সবসময় ন্যায়বিচার পাওয়া যায় না।' এই বলেই নেটের পিছনে থাকা রবীন্দ্র জাডেজাকে জড়িয়ে ধরেন তিনি। তবে ধোনির সঙ্গে ব্র্যাভোর যে অত্যন্ত মিষ্টিমধুর সম্পর্কএবং গোটাটাই আলাপচারিতা অভিযোগ, সবটাই যে মজার ছলে করা হয়েছিল, সেটা তারপরেই দেখা যায়। ডাজেজার সঙ্গে আলিঙ্গন সেরেই নেটের অপরপ্রান্তে থাকা ধোনির সঙ্গে 'ফিস্ট পাম্প' করেন ব্র্র্যাভো।
তবে আজকের ম্যাচে ব্যাটে বলের লড়াইয়ের সময় যে এই ছবি দেখা যাবে না, তা কিন্তু বলাই বাহুল্য। এই ম্যাচে আবার সিএসকের মসনদে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে। রুতুরাজ গায়কোয়াড় চোটের জন্য ছিটকেই গেলেন পুরো টুর্নামেন্ট থেকে। বৃহস্পতিবার ১০ এপ্রিল রুতুর পরিবর্তে ধোনির অধিনায়কত্ব করার বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং।
ফ্লেমিং বলছেন, 'রুতুরাজ গায়কোয়াড় চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। কনুইয়ে চোট রয়েছে ওঁর। আমাদের কাছে অধিনায়ক হিসেবে অন্য অনেকেই ছিলেন বিকল্প হিসেবে। কিন্তু শেষ পর্যন্ত ধোনিকেই আমরা বেছে নিয়েছি। ওঁ নিজেও তৈরি দায়িত্ব নেওয়ার জন্য। কারণ এই পরিস্থিতিত সম্পর্কে ওঁর থেকে ভাল আর কেউ জানেন না।' ধোনির কামালে সিএসকে জয়ের পথে ফিরবে কি না, এখন সেটাই দেখার বিষয়।