চেন্নাই: কলকাতা নাইট রাইডার্স যেন ঠিকই করে নিয়েছে, সাপ-লুডোর পয়েন্ট টেবিলের চেহারা নিয়ম করে বদলে দেবে। কোনও ম্যাচে এমনভাবে হারছে যে, পয়েন্ট তো জুটছেই না, রান রেট চলে যাচ্ছে ভেন্টিলেশনে। পরের ম্যাচেই আবার এমন ব্যবধানে জিতছে যে, রান রেট ফের চাঙ্গা।

যেমন হল শুক্রবার। আগের ম্যাচে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের কাছে হারতে হয়েছিল অজিঙ্ক রাহানেদের (CSK vs KKR)। যে পরাজয়ের পর প্রশ্ন উঠেছিল কেকেআরের (Kolkata Knight Riders) ব্যাটিং অর্ডার সহ একাধিক কৌশল নিয়ে।

ভুল সংশোধনের জন্য কেকেআর বেছে নিল এমন এক প্রতিপক্ষকে, যারা আইপিএলের ইতিহাসে সফলতম দল। চেন্নাই সুপার কিংস। আর এমন এক মাঠে ঘুরে দাঁড়াল নাইট শিবির, গত আইপিএলে যে মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় ট্রফি জিতেছে শাহরুখ খান-জুহি চাওলার দল ।

ঘুরে দাঁড়ানোর রাতে বলে-ব্যাটে জ্বলে উঠলেন সুনীল নারাইন। প্রথমে বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ৩ উইকেট । তারপর ব্যাট হাতে ইনিংস ওপেন করতে নেমে ১৮ বলে ৪৪ রানের ঝড়। নারাইন একাই লণ্ডভণ্ড করে দিলেন চেন্নাই সুপার কিংসকে। অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তনের ম্য়াচে কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিকে তিক্ত স্মৃতি নিয়ে মাঠ ছাড়তে হল। চেন্নাইয়ের ডেরায় চেন্নাইকে ৮ উইকেটে হারিয়ে দিল গতবারের চ্যাম্পিয়নরা। ৫৯ বল বাকি থাকতে ম্যাচ জিতল কেকেআর। আইপিএলের ইতিহাসে বাকি থাকা বলের নিরিখে এটা চেন্নাই সুপার কিংসের বৃহত্তম পরাজয়।

ম্যাচের প্রথমার্ধ ছিল নাইট বোলারদের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। স্পেনসার জনসনের পরিবর্তে খেলানো হয় মঈন আলিকে। পেসার ও স্পিনারদের যৌথ দাপটে মাত্র ১০৩/৯ স্কোরে আটকে যায় সিএসকে। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ৪ বলে মাত্র ১ রান করে ফেরেন ধোনি।

 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করেন কুইন্টন ডি'কক ও সুনীল নারাইন। পাওয়ার প্লে-র ৬ ওভারে ৭১/১ তুলে নেয় কেকেআর। ম্যাচের দেওয়াল লিখন সেখানেই সম্পন্ন।