চেন্নাই: আইপিএলে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির প্রত্যাবর্তন। রুতুরাজ গায়কোয়াড় কনুইয়ের চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার পর চেন্নাইয়ের নেতৃত্বের ভার গিয়েছে ধোনির কাঁধে।
অধিনায়ক ধোনির পুনরাবির্ভাব ঘটল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে। সেই ম্যাচে টসে হেরে গেলেন ক্যাপ্টেন কুল। টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠালেন অজিঙ্ক রাহানে। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল কেকেআর।
টসের পরই রাহানে (CSK vs KKR) জানিয়ে দিলেন, দলে বড় পরিবর্তন করেছেন তাঁরা। অস্ট্রেলিয়ার পেসার স্পেনসার জনসনের পরিবর্তে খেলানো হচ্ছে ইংরেজ স্পিনার অলরাউন্ডার মঈন আলিকে (Moeen Ali)।
ধোনিকে অধিনায়ক হিসাবে শেষবার দেখা গিয়েছিল ২০২৩ সালে। সেবারের ফাইনালে শেষবার চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেন ক্যাপ্টেন কুল। সেই আইপিএলে চ্যাম্পিয়নও হয় সিএসকে। আইপিএলে অন্তত ৫০টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, এরকম অধিনায়কদের মধ্যে ধোনির জয়ের হারই সবচেয়ে বেশি। ৫৮.৮৫।
কলকাতা নাইট রাইডার্সের একাদশ
কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সুনীল নারাইন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংহ, মঈন আলি, আন্দ্রে রাসেল, রামনদীপ সিংহ, হর্ষিত রানা, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী।
সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার
অঙ্গকৃষ রঘুবংশী, মণীশ পাণ্ডে, রোভম্যান পাওয়েল, লুভনিথ সিসোদিয়া ও অনুকূল রায়।
টস জিতে প্রথমে ফিল্ডিং করবেন জানিয়ে রাহানে বলেন, 'আগের ম্যাচে আমরা হারলেও অনেক ইতিবাচক দিক নিয়ে এসেছি। দল হিসাবে আমরা দারুণ খেলেছিলাম। প্রত্যেক ম্যাচে উন্নতি করে যেতে হবে। এই পিচটা দেখে বেশ ভাল লাগছে। মনে হচ্ছে দুই ইনিংসেই উইকেট একই থাকবে। আমাদের অনেক নীচ পর্যন্ত ব্যাটিং রয়েছে। সেই কারণেই প্রথমে বোলিং করে নিতে চাইছি যাতে রান তাড়া করে ম্যাচ জেতা যায়।' ধোনি জানান, তিনিও প্রথমে ব্যাটিং করে নেওয়ার কথাই ভেবেছিলেন।
চেন্নাই সুপার কিংসের একাদশ
রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠি, বিজয় শঙ্কর, শিবম দুবে, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটকিপার ও অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, নূর আমেদ, অংশুল কম্বোজ ও খলিল আমেদ।
সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার
মাথিশা পাথিরানা, জেমি ওভার্টন, দীপক হুডা, শেখ রশিদ ও কমলেশ নাগরকোটি।