চেন্নাই: ঘরের মাঠ। যে মাঠকে চেন্নাই সুপার কিংসের (CSK) দুর্গ বলা হয়। শুক্রবার ইডেন গার্ডেন্সে প্র্যাক্টিসের ফাঁকে পঞ্জাব কিংস শিবিরের একজনও আড্ডার ছলে বলে গেলেন, 'ওরা যেভাবে মাঠ ভরায়, আর যেভাবে সব দর্শকদের হাতে বাঁশি ধরিয়ে দেয়, কান পাতা দায় হয়ে যায়। গ্যালারির গর্জন সিএসকে-র অন্যতম শক্তি।'
সেই মাঠই শুক্রবার চেন্নাই সুপার কিংসের প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার সাক্ষী থাকবে (CSK vs SRH)? সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধ অন্তত সেরকমই আশঙ্কা তৈরি করল। টস হেরে প্রথমে ব্যাট করে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা অল আফট হয়ে গেল ১৫৪ স্কোরে। ১৯.৫ ওভারে।
শুক্রবার দিনটি মহেন্দ্র সিংহ ধোনির কাছেও বিশেষ দিন। কারণ, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ ধোনির টি-২০ কেরিয়ারের চারশোতম ম্যাচ। যে নজির রোহিত শর্মা, দীনেশ কার্তিক ও বিরাট কোহলি ছাড়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আর কারও নেই। তবে সেই ম্যাচ স্মরণীয় করে রাখতে পারলেন না ক্যাপ্টেন কুল। রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে গোটা আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়িত্বও এখন ধোনির কাঁধে।
আট নম্বরে ব্যাট করতে নেমে ১০ বলে মাত্র ৬ রান করে ফিরলেন ধোনি। চারশোতম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ কিংবদন্তি ক্রিকেটার। শুক্রবার তাঁর ব্যর্থতার পর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করলেন, ৪৩ বছর বয়সেও আইপিএলে খেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কি নিজের ঈশ্বরসুলভ ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ করে ফেলছেন মাহি?
চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ - দুই দলই পয়েন্ট টেবিলের একেবারে ভেন্টিলেশনে। চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ (CSK vs SRH) ৮টি করে ম্যাচ খেলে দুই দলের ঝুলিতেই রয়েছে ৪ পয়েন্ট করে। প্লে অফে উঠতে গেলে বাকি ৬টি ম্যাচে জিততেই হবে দুই দলকেই। সেক্ষেত্রে ম্যাজিক ফিগার ১৬-তে পৌঁছনো সম্ভব। শুক্রবার হেরে যাওয়া মানে সেই দৌড় থেকে ছিটকে যাওয়া।
ম্যাচের প্রথমার্ধে চেন্নাই শিবির অন্তত চাপে।একমাত্র ডেওয়াল্ড ব্রেভিস আর কিছুটা আয়ূষ মাত্রে ছাড়া আর কেউই রান পাননি। বেবি এবি নামে পরিচিত ব্রেভিস ২৫ বলে ৪২ রান করলেন। আয়ূষ ১৯ বলে করলেন ৩০ রান। হায়দরাবাদ বোলারদের মধ্যে ২৮ রান দিয়ে চার উইকেট নিলেন হর্ষল পটেল।