জয়পুর: তিনি গত আইপিএলে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। এবারের আইপিএলেও রয়েছেন ছন্দে। ছন্দে রয়েছে তাঁর দল পঞ্জাব কিংসও। প্লে অফের টিকিট কনফার্ম করে ফেলেছে। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ অনেকটাই নিয়মরক্ষার। জিতলে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে শেষ করার সম্ভাবনা থাকবে পঞ্জাবের।
আর সেই ম্যাচে ব্যাট হাতে ফের জ্বলে উঠলেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। শনিবারই ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের দল ঘোষণা করা হল। অনেকেই ভেবেছিলেন যে, সেই দলে থাকবেন শ্রেয়স। তবে ১৮ সদস্যের দলে রাখা হয়নি মুম্বইয়ের তারকাকে। যে খবর শ্রেয়স নিজে যে হজম করতে পারেননি, বলাই বাহুল্য।
জবাব দেওয়ার জন্য শ্রেয়স (IPL 2025) যেন বেছে নিলেন শনিবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচকেই। ৩৪ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন মুম্বইয়ের তারকা। শেষ দিকে ঝড় তুললেন মার্কাস স্টোইনিসও। মাত্র ১৬ বলে ৪৪ রানে অপরাজিত রইলেন। স্ট্রাইক রেট? ২৭৫! প্রথমে ব্যাট করে দিল্লির বিরুদ্ধে পঞ্জাব কিংস তুলল ২০৬/৮। অগ্নিপরীক্ষা এবার কে এল রাহুলদের।
প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। শনিবারের ম্যাচ তাদের কাছে ছিল কার্যত সম্মানরক্ষার। সেই ম্যাচে খেললেন না অক্ষর পটেল। পরপর দুই ম্যাচে খেললেন না তিনি। অক্ষরের পরিবর্তে দিল্লিকে নেতৃত্ব দেন ফাফ ডুপ্লেসি। টস জিতে তিনি প্রথমে ফিল্ডিং নেন।
শুরুতেই প্রিয়াংশ আর্যকে হারায় পঞ্জাব। মাত্র ৬ রান করে ফেরেন তিনি। তবে এরপর থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন প্রভসিমরন সিংহ ও জশ ইংলিস। ১৮ বলে ২৮ রান করেন প্রভসিমরন। মাত্র ১২ বলে ৩২ রান ইংলিসের।
এরপরই ইনিংসের হাল ধরে নেন শ্রেয়স। পাঁচ চার ও জোড়া ছক্কায় সাজানো তাঁর ইনিংস। দিল্লির বোলারদের মধ্যে মুকেশ কুমার ৪ ওভারে ৪৯ রান দিলেন। ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট নিয়েছেন বিপ্রজ নিগম ও কুলদীপ যাদব।