নয়াদিল্লি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ, ১৬ ফেব্রুয়ারি আইপিএলের ১৮তম সংস্করণের পূর্ণাঙ্গ সূচি (IPL 2025 Schedule) ঘোষিত হয়েছে। গত বারের চ্যাম্পিয়ন কেকেআর বনাম আরসিবির ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএলের মহারণ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেও আরেক মহামোকাবিলা দেখা যাবে। ডবল হেডার সানডের দ্বিতীয় ম্যাচ মুখোমুখি হবে আইপিএলের দুই সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (CSK vs MI)।


২৩ মার্চ চিদাম্বরম স্টেডিয়ামে সিএসকের মুখোমুখি হবে পল্টনরা। দুই সফলতম দলের লড়াই ঘিরে বরাবরই বাড়তি উন্মাদনা, উত্তেজনা দেখা যায়। সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ আইপএলের 'এল ক্লাসিকো' হিসাবে খ্যাত। তবে সেই ম্যাচেই মুম্বইকে নিজেদের অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) ছাড়াই মাঠে নামতে হবে। কিন্তু কেন? কারণ এ বারের আইপিএলের প্রথম ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন হার্দিক। 


ঘটনাটি গত বারের আইপিএলে পল্টনদের শেষ ম্যাচের। লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেই ম্যাচে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি নিজেদের নির্ধারিত সময়ে ২০ ওভার বল করতে পারেনি। সেই কারণেই অধিনায়ক হার্দিককে ৩০ লক্ষ টাকার জরিমানা ও এক ম্যাচের জন্য নির্বাসনের শাস্তি দেওয়া হয়। আইপিএলের নিয়ম অনুযায়ী মরশুমে তিনটি ম্যাচে দল নির্ধারিত সময়ে নিজেদের ওভার শেষ করতে না পারলে, তৃতীয় দফার পর দলের অধিনায়ককে এক ম্যাচের জন্য নির্বাসিত হতে হয়। হার্দিকের ওপরে এই নিয়ম লাগু হওয়ায় তিনি মুম্বইয়ের হয়ে মরশুমের প্রথম ম্যাচে খেলতে পারবেন না।


 






হার্দিকের অনুপস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন কে? দৌড়ে তিন তারকার নাম উঠে আসছএ। ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, টিম ইন্ডিয়ার টেস্ট সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা এবং অবশ্যই ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ওয়ান ডে ও টেস্ট দলের নেতা রোহিত শর্মা (Rohit Sharma)। শেষমেশ পল্টন ম্যানেজমেন্ট কার হাতে এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার দায়ভার তুলে দেয়, এখন সেটাই দেখার বিষয়। তবে এই সম্ভাবনায় কিন্তু অধিনায়ক রোহিতের অনুরাগীরা উৎসাহিত হতেই পারেন।   


আরও পড়ুন: শ্রেয়সের খেলা নিয়ে বিবাদ, পন্থকে নিয়েও ঝামেলা! চ্যাম্পিয়ন্স ট্রফিপূর্বে ফের উত্তপ্ত ভারতীয় সাজঘর?