নয়াদিল্লি: অবশেষে জল্পনার অবসান ঘটল। বিসিসিআইয়ের তরফে আইপিলএলের সম্পূর্ণ সূচি (IPL 2025 Schedule) প্রকাশ করল বিসিসিআই। ২২ মার্চ ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে এবারের আইপিএল। প্পথম দিনই গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মাঠে নামছে। প্রতিপক্ষ বিরাট কোহল রজত পাতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। ২৫ মে আইপিএল ২০২৫-র ফাইনাল আয়োজিত হবে। সেই ফাইনালের ভেন্যুও কিন্তু ক্রিকেটের নন্দন-কানন ইডেন গার্ডেন্স।
আইপিএলের ১৮তম সংস্করণ মোট ৭৪টি ম্যাচ আয়োজিত হবে। ১৩টি ভিন্ন মাঠে এবারের আইপিএল আয়োজিত হবে। ১২টি ডবল হেডার খেলা হবে এবারের টুর্নামেন্টে। টুর্নামেন্টের দুপুরের ম্যাচগুলি শুরু হবে ৩.৩০ থেকে আর সন্ধের ম্যাচগুলি শুরু হবে ৭.৩০টা থেকে। প্রথম দিন কেকেআর ও আরসিবির ম্যাচ আয়োজিত হবে। তবে ঠিক পরের দিনই ১২টি ডবল হেডারের প্রথম ম্যাচটি খেলা হবে। ওইদিন সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের ম্যাচের পর আইপিএলের ক্লাসিকো অর্থাৎ চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স একে অপরের মুখোমুখি হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে।
টুর্নামেন্টের ১০ দলের মধ্যে তিনটি দল দুইটি ভিন্ন মাঠে নিজেদের হোম গেম খেলবে। দিল্লি ক্যাপিটালস অরুণ জেটলি স্টেডিয়াম বাদেও বিশাখাপত্তনমে হোম ম্যাচ খেলবে। রাজস্থান রয়্যালসের দুইটি হোম ম্যাচ হবে গুয়াহাটি স্টেডিয়ামে। আর পাঞ্জাব কিংস নিজেদের চারটি ম্যাচ খেলবে চণ্ডীগড়ের নতুন স্টেডিয়ামে ও তাঁদের তিনটি ম্যাচ হবে ধর্মশালার দৃষ্টিনন্দন মাঠে।
আইপিএলের লিগ পর্যায়ের ম্যাচগুলি শেষ হওয়ার পর প্লে-অফের ম্য়াচগুলি হায়দরাবাদ ও কলকাতায় আয়োজিত হবে। হায়দরাবাদে কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটরের ম্য়াচ দুইটি যথাক্রমে ২০ ও ২১ মে খেলা হবে। এরপরে কোয়ালিফায়ার ২ ও ফাইনালটি খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ২৩ মে কোয়ালিফায়ার ২ খেলা হবে। এরপর একদিনের বিশ্রাম। তারপরেই রবিবার ২৫ মে আয়োজিত হবে আইপিএলের খেতাবি লড়াই। বিসিসিআইয়ের তরফে সরকারি বিবৃতি দিয়েই আজই পূর্ণাঙ্গ সূচির মাধ্যমে এই বিষয়গুলি জানানো হয়েছে।
দল তৈরি, টুর্নামেন্টের শুরুর দিনক্ষণও ঘোষিত হয়ে গিয়েছে, প্রকাশিত পূর্ণাঙ্গ সূচি। এবার অপেক্ষা শুধু টুর্নামেন্ট শুরুর। সমর্থকরা কিন্তু মেগা টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।
আরও পড়ুন: শ্রেয়সের খেলা নিয়ে বিবাদ, পন্থকে নিয়েও ঝামেলা! চ্যাম্পিয়ন্স ট্রফিপূর্বে ফের উত্তপ্ত ভারতীয় সাজঘর?