কলকাতা: আইপিএলে (IPL 2025) যেদিন থেকে তিনি খেলছেন, স্পিন বোলিংয়ের মানচিত্রটাই বদলে গিয়েছে। প্রথম মরশুম থেকে আইপিএলের সঙ্গে জড়িয়ে আছেন, এমন অনেকেই মনে করেন, তিনিই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি প্রভাব ফেলা স্পিনার। শুধু কি স্পিনার? নাকি স্পিন শিল্পের কারিগর? যিনি প্রতিপক্ষ ব্যাটারদের ধাঁধায় জড়িয়ে দেন। যে টি-২০ ক্রিকেটকে মনে করা হয় বোলারদের বধ্যভূমি, সেই ফর্ম্যাটেই তাঁর দাদাগিরি।


তিনি সুনীল নারাইন (Sunil Narine)। তবে আইপিএলে তিনি পেয়ে গিয়েছেন এমন একজন সঙ্গী, যিনি বল হাতে রহস্য বোনায় তাঁর সঙ্গে পাল্লা দিতে পারেন। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জয়ের অন্যতম নায়ক বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। নারাইনের সঙ্গে বরুণের স্পিন জুটির জন্যই আইপিএলে সবচেয়ে ধারাল স্পিন আক্রমণ এখন হয়তো কলকাতা নাইট রাইডার্সেরই (Kolkata Knight Riders)।


নিজের স্পিন বোলিং পার্টনারকে প্রশংসায় ভরিয়ে দিলেন নারাইন। কেকেআরের জার্সিতে ১৪তম আইপিএলে নামবেন। তার আগে  বুধবার কলকাতায় এক অনুষ্ঠানে নারাইন বলেছেন, 'বছরের পর বছর ধরে আমরা ভাল বল করেছি। নিজেদের প্রমাণ করেছি। বরুণের সঙ্গে বল করাটা দারুণ অভিজ্ঞতা। ও চাপ বজায় রাখে। ব্যাটারদের ধাঁধায় ফেলে। ব্যাটারদের মনে অনিশ্চয়তা তৈরি করে।'


গত মরশুমে ২০ উইকেট নিয়ে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন বরুণ। এবারও যে তিনি প্রতিপক্ষের কাছে কাঁটা হয়ে উঠবেন, হুঁশিয়ারি দিচ্ছেন সতীর্থ নারাইন।


কলকাতায় ফিরে খুশি নারাইন। ক্যারিবিয়ান স্পিনার বলেছেন, 'দারুণ লাগছে। কলকাতায় আসতে সব সময়ই খুব ভাল লাগে। ভক্তরা সব সময় সমর্থন করেছেন। আইপিএল খুব কঠিন টুর্নামেন্ট। আর যত দিন যাচ্ছে, টুর্নামেন্ট আরও কঠিন হয়ে উঠছে।'


ছিলেন বিস্ময় স্পিনার। তবে ব্যাট হাতেও ভয়ঙ্কর নারাইন। ইনিংস ওপেন করতে নেমে তাঁর ব্যাটের ঝড় প্রতিপক্ষ শিবিরকে কোণঠাসা করে ফেলে। নারাইন বলছেন, 'ক্রিকেট পাল্টাচ্ছে। তার সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটারদেরও বিবর্তন প্রয়োজন। মাঝে মধ্যে ব্যাটে ও বলে অবদান রাখা প্রয়োজন। আত্মবিশ্বাসী হতে হবে আর নিজের দক্ষতায় আস্থা রাখতে হবে। ঈশ্বর যে দক্ষতা দিয়েছেন, তা কাজে লাগানো জরুরি।'


২২ মার্চ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু হচ্ছে কেকেআরের। নারাইন বলছেন, 'শুরুটা ভাল হওয়া খুব জরুরি। এর আগে ট্রফি জেতার পরের বছর আমাদের ভাল কাটেনি। তবে এবার সর্বস্ব নিয়ে ঝাঁপাব।'