চেন্নাই: চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে প্রথমে ব্যাট করে বেশ চ্যালেঞ্জিং রান খাড়া করল দিল্লি ক্যাপিটালস (CSK vs DC)। সৌজন্যে কেএল রাহুলের (KL Rahul) দুরন্ত হাফসেঞ্চুরি। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৮৩ রান করল ক্যাপিটালস। আইপিএলে ২০২১ সাল থেকে সিএসকে ১৭৫ রানের বেশি রান তাড়া করে ম্যাচ জেতেনি। চিপকেও ডে ম্যাচে মাত্র দুইবার ১৮০-র অধিক রান তাড়া করে কোনও দল ম্যাচ জিতেছে। সুতরাং, সিএসকের সামনে আজ কঠিন চ্যালেঞ্জ। চলতি আইপিএলে (IPL 2025) দিল্লি জয়ের হ্যাটট্রিক করতে পারে কি না, এখন সেটাই দেখার।

 

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপিটালস অধিনায়ক অক্ষর। শুরুটা ক্যাপিটালসের খুব একটা ভাল হয়নি। জেক ফ্রেজার-ম্যাকগার্ক প্রথম ওভারেই খাতা খোলার আগে খলিল আমেদের বলে আউট হন। তবে অভিষেক পোড়েল ও কেএল রাহুল ইনিংস সামলে নেন। অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন দুইজনে। তবে পাওয়ার প্লে শেষ হতেই পোড়েলকে ৩৩ রানে আউট করেন রবীন্দ্র জাডেজা। অক্ষর পটেল নেমে শুরুটা ভাল করলেও, তিনিও ২১ রানের বেশি করতে পারেননি।

এমনকী সমীর রিজ়ভিও (২০) বড় রান পাননি। তবে অপর পক্ষে ব্যাটারদের আনাগোনার মাঝেও রাহুল টিকে থাকেন। তাঁর ক্রিজে উপস্থিতি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তা বলাই বাহুল্য। গোটা ইনিংসটা তিনি সামলে এগিয়ে নিয়ে যান। দলকে লড়াইয়ের রসদ এনে দেন। ৩৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। ইনিংসের শেষ ওভারে মাথিশা পাথিরানার বলে রাহুল যখন সাজঘরে ফেরেন, তখন তাঁর নামের পাশে লেখা ৭৭ রান। তিনি নিজের ইনিংসে ছয়টি চার ও তিনটি ছক্কা হাঁকান। 

শেষের দিকে ট্রিস্টান স্টাবস ১২ বলে ২৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এর সুবাদেই দু'শো না হলেও বেশ বড় রান তুলতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস। চার ওভারে ২৫ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে এ ম্যাচে সিএসকের সফলতম বোলার খলিল আমেদ। ২০২১ সালের পর থেকে সিএসকে ১৭৫-র অধিক রান তাড়া করে জেতেনি। আজকে জিতলে কিন্তু সেই পরিসংখ্যান ঝেড়ে ফেলবে হলুদ ব্রিগেড।