কলকাতা: বুধবার,৭ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুই উইকেট নেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। কলকাতা নাইট রাইডার্স (KKR vs CSK) জিততে না পারলেও, বরুণ এই ম্যাচে জোড়া উইকেট নিয়ে আইপিএলে ১০০টি উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। নজিরও গড়লেন তিনি। তবে তা সত্ত্বেও কিন্তু শাস্তির মুখে পড়তে হল বরুণকে।
বরুণ চক্রবর্তীকে ২.৫ আর্টিকেলের লেভেল ১ ধারা ভঙ্গ করায় শাস্তি দেওয়া হল। কেকেআর তারকার ম্যাচ থেকে প্রাপ্ত বেতনের ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে বা কোন ঘটনার জন্য তাঁকে শাস্তি দেওয়া হল, সেই বিষয়ে আইপিএলের তরফে কোনওকিছু জানানো হয়নি। কোনও বোলার যদি ব্যাটারকে আউট করার পর তাঁর ভাষা বা নিজের হাবভাবে এমনকিছু করেন যাতে ব্যাটাররা ক্ষিপ্ত হতে পারেন, তাহলে সেক্ষেত্রে এই ধারায় শাস্তি হয়।
এক্ষেত্রে অনুমান করা যায় যে ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করার পর তাঁর সেলিব্রেশনের জন্যই শাস্তির মুখে পড়লেন কেকেআর তারকা বরুণ। ব্রেভিসকে ঈশারায় মাঠের বাইরে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করতে দেখা যায় বরুণকে। সম্ভব, এই ঘটনার জেরেই শাস্তি পেতে হল বরুণকে।
প্রসঙ্গত, এদিন দল হারলেও কেকেআর তারকা দুই উইকেট নিয়ে ১০০ আইপিএল উইকেটের মাইলফলক স্পর্শ করেন রেকর্ড সময়ে। মাত্র ৮৩ ইনিংসে বরুণ ১০০টি উইকেট নেন বরুণ। স্পিনারদের মধ্যে রশিদ খান ও অমিত মিশ্রর সঙ্গে এটি যুগ্মভাবে দ্রুততম সময়ে ১০০টি আইপিএল উইকেট নেওয়ার রেকর্ড। আইপিএলের সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক যুজবেন্দ্র চাহালকে এদিন পিছনে ফেলে দেন বরুণ। চাহাল ৮৪ ইনিংসে ১০০টি উইকেট নিয়েছিলেন।
সিএসকের বিরুদ্ধে হারের পর হতাশ কেকেআর অধিনায়ক রাহানে। 'এই ম্যাচে হারাটা বেশ দুঃখজনক। আমার মনে হয় আমরা ১০-১৫ রান মতো কম করেছিলাম। এই পিচে ১৮৫ থেকে ১৯৫ রান ঠিকঠাক হত বলে আমরা মনে করেছিলাম। তবে দারুণ একটা ম্যাচ হল কিন্তু।' ম্যাচ শেষের পর জানান কেকেআর অধিনায়ক। এই হারের ফলে কিন্তু কেকেআরের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনাও অনেকটাই ক্ষীণ হয়ে গেল।