কলকাতা: দুরন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি পারফরম্যান্সে দেশকে খেতাব জিতিয়ে আইপিএলে এসেছিলেন। তবে টুর্নামেন্টের শুরুর দিকে তাঁকে একেবারেই ছন্দে দেখায়নি, তাঁর খেসারতও দিতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু কথায় আছে না 'ক্লাস ইজ় পারমানেন্ট'। ঠিক সেটাই প্রমাণ করলেন বরুণ চক্রবর্তী। যে মরশুমে তাঁকে সেরা ছন্দে দেখায়নি, সেই মরশুমেও তিনি 'পার্পল ক্যাপ'-র দৌড়ে।

রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজের নির্ধারিত চার ওভারে ৩২ রানের বিনিময়ে দুই উইকেট নেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। এই দুই উইকেটের সুবাদেই মরশুমের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় প্রবেশ করলেন বরুণ চক্রবর্তী। ১১ ম্য়াচে ২০.৭৩ গড় ও ৭.২৩ ইকোনমিতে ১৫টি উইকেট নিয়ে ফেলেছেন বরুণ চক্রবর্তী। তিনি আপাতত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। তবে আজকের আরেক ম্যাচে আরেক তারকাও দুরন্ত বোলিং করে পার্পল ক্যাপের দৌড়ে অনেকটা লম্বা লাফ দিলেন। তিনি কে?

তিনি পঞ্জাব কিংসের তারকা ফাস্ট বোলার অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে চার ওভারে ১৬ রানের বিনিময়ে তিন উইকেট নেন অর্শদীপ। এর সুবাদে তিনি তিন নম্বরে উঠে এলেন। ১১ ম্যাচে তিনি ১৬টি উইকেট নিয়েছেন। গড় ১৮.১৮ ও ইকোনমি আট। এই তালিকায় আপাতত শীর্ষে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। ১০ ম্যাচে তাঁর ঝুলিতে ১৯ উইকেট রয়েছে। নিজের কামব্যাক আইপিএলে দারুণ পারফর্ম করে সকলেরই নজর কাড়ছেন প্রসিদ্ধ। মাত্র এক উইকেট কম, ১৮টি উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জশ হ্যাজেলউড। আরসিবির হয়ে নিজের শেষ মরশুমে ২০ উইকেট নেওয়া অজ়ি কিন্তু ফের একবার ২০টি উইকেটের গণ্ডি পার করার দিকে অগ্রসর। 

দল ভাল না করলেও, অর্শদীপের পর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন সিএসকের আফগান তরুণ নুর আমেদ। পঞ্চম স্থানে মুম্বই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্ট। দুই তারকারই উইকেট সংখ্যা অর্শদীপের মতোই ১৬, তবে অর্শদীপের ইকোনমি বাকি দুই তারকার থেকে কম হওয়ায় তাঁদের থেকে এগিয়ে রয়েছেন পঞ্জাবের বাঁ-হাতি ফাস্ট বোলার। কেকেআরের হয়ে বরুণ বাদেও এই মরশুমে দুই তরুণ ফাস্ট বোলার বৈভব আরোরা ও হর্ষিত রানা ১৩টি করে উইকেট নিয়ে এই দৌড়ে খানিকটা পিছনে হলেও, রয়েছেন। এবার দেখার শেষমেশ কার মাথায় এই টুপিটি উঠে।