সন্দীপ সরকার, কলকাতা: কোনও সময় অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ, তাঁর মনে হচ্ছে এই মাঠে রান তাড়া করাই সেরা কৌশল।

তো পরের ম্যাচেই টস জিতে ব্যাটিং করে নিতে চাইছেন শুরুতে। তাঁর নাকি মনে হচ্ছে, এই মাঠে প্রথমে ব্যাটিং করে নেওয়াই শ্রেয়।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে টসের পর অজিঙ্ক রাহানে সটান বলেই দিয়েছিলেন, 'বুঝতে পারছি না পিচ পরে মন্থর হয়ে যাবে কি না।'

যা শুনে অনেকের মনে হচ্ছে, ঘরের মাঠের উইকেট নিয়ে এত বিভ্রান্ত কেন কলকাতা নাইট রাইডার্স

চলতি আইপিএলে ইডেনে প্রথম ম্যাচ থেকে শুরু হয়েছে পিচ নিয়ে নাটক। কখনও বলা হচ্ছে, ঘরের মাঠে ঘূর্ণি পিচ দিতে হবে। আবার কখনও চাওয়া হচ্ছে ব্যাটিং সহায়ক উইকেট। যা শুনে কারও কারও মনে হচ্ছে, প্রতিপক্ষ অনুযায়ী স্ট্র্যাটেজি পাল্টাতে পারে, কিন্তু কীরকম পিচে খেলা উচিত তা নিয়ে কেকেআর শিবির কি দ্বিধাবিভক্ত?

অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসছে চমকপ্রদ সব কাহিনি। জানা গিয়েছে, কেকেআরের কৌশলগত সিদ্ধান্ত কে নেবেন, তা নিয়েই তৈরি হয়েছে দ্বন্দ্ব। গত মরশুমে গৌতম গম্ভীর ছিলেন দলের মেন্টর। চিফ কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তবে সাপোর্ট স্টাফে গম্ভীরের মতো তারকা থাকা মানে পণ্ডিত কার্যত পার্শ্ব ভূমিকায় থাকতে বাধ্য।

এবার গম্ভীর নেই। মেন্টর হয়েছেন ডোয়েন ব্র্যাভো। তবে কৌশল সাজানো নিয়ে ব্র্যাভো কি গম্ভীরের মতোই দৃঢ় সংকল্প? দলের সঙ্গে যুক্ত অনেকেরই মনে হচ্ছে, ব্র্যাভো আর যাই হোক, গৌতি নন।

আর সেই কারণেই চলতি মরশুমে দলের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তই নিচ্ছিলেন পণ্ডিত। যদিও, ছবিটা বদলে গিয়েছে গত ১৫ দিনে। কারণ, ভারতীয় দল থেকে ছাঁটাই হওয়ার পর কেকেআরে যোগ দিয়েছেন অভিষেক নায়ার। এবং তিনি আসার পর পণ্ডিতের আধিপত্য নাকি কমেছে। শুরু হয়েছে বিভ্রান্তিও।

যেমন? শোনা গেল, বুধবার চেন্নাই সুপার কিংস ম্যাচ কীরকম পিচে খেলা হবে, তা নিয়ে দলের দুই বস দুই মেরুতে। একজন চাইছেন ঘূর্ণি পিচ। আর একজন স্পোর্টিং, ভাল উইকেট। জানা গেল, ঘুজরাত টাইটান্স ম্যাচ হয়েছিল যে বাইশ গজে, সেখানেই হবে কেকেআর বনাম সিএসকে ম্যাচ। পণ্ডিত নাকি ঘূর্ণি পিচে ম্যাচ খেলতে চেয়েছেন। কিন্তু নায়ার জানিয়েছেন, বড় টার্ন চাই না। ভাল ব্যাটিং হবে এমন উইকেট। যা শুনে ইডেনের কিউরেটরও বিভ্রান্ত। কেকেআর ম্যানেজমেন্টকে বলা হয়েছে, আগে নিজেরা সহমত হয়ে তারপর যেন পিচের দাবি পেশ করে।

প্লে অফের দৌড়ে মরণ-বাঁচন পরিস্থিতিতে কেকেআর। সব ম্যাচই জিততে হবে নাইটদের। এই পরিস্থিতিতে কি শাহরুখ খানের দলে বস কে, তা নিয়েই শুরু হয়েছে দ্বন্দ্ব?