সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে বিশেষ স্নেহ করেন খোদ শাহরুখ খান (Shah Rukh Khan)। বিদেশে থাকলেও, তাঁর খোঁজখবর নেন। তাঁর বিস্ফোরক ব্যাটিং আর দুরন্ত ফিল্ডিংয়ে কলকাতা নাইট রাইডার্স ম্যাচ জিততেই বার্তা পাঠিয়েছিলেন কিংগ খান। লিখেছিলেন, 'গড'স প্ল্যান'। রিঙ্কু সিংহের সেই বিখ্যাত সংলাপ।

সেই রিঙ্কু কি বুধবার ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে পারবেন?

কেকেআর ভক্ত-অনুরাগীদের কাছে লাখ টাকার প্রশ্ন। কারণ, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় ডান পায়ের কুঁচকিতে চোট পেয়েছিলেন রিঙ্কু। তাঁকে খোঁড়াতেও দেখা গিয়েছিল। তারপর থেকেই উদ্বেগ গ্রাস করেছিল কেকেআরের সমর্থকদের। চেন্নাইয়ের বিরুদ্ধে ইডেনে মরণ-বাঁচন ম্যাচে কি খেলতে পারবেন দলের অন্যতম সেরা ফিনিশার এবং সম্ভবত সেরা ফিল্ডার?

নাইট শিবিরে খোঁজ নিয়ে অবশ্য পাওয়া গেল স্বস্তির খবর। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলার পর সোমবার বিশ্রামে কাটিয়েছেন কেকেআর ক্রিকেটারেরা। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারেরা ইডেনে প্র্যাক্টিস করলেও মাঠমুখো হননি নাইটরা। হোটেলেই চলেছে রিকভারি সেশন। ক্লান্তি কাটিয়ে শারীরিক ও মানসিকভাবে তরতাজা হওয়ার জন্য জিম ও স্যুইমিং পুলে দীর্ঘ সময় কাটান ক্রিকেটারেরা।

খোঁজ নিয়ে জানা গেল, সেই সেশনে চনমনেই দেখিয়েছে রিঙ্কুকে। রবিবার ম্যাচের পর থেকেই শুরু হয়েছে তাঁর চোট লাগা কুঁচকির পরিচর্যা। দলের ফিজিও বিশেষ নজর রাখছেন। আইসপ্যাক দেওয়া হয়েছে। সঙ্গে কিছু ব্যয়াম। তাতেই ব্যথা কমেছে। হাঁটাচলা স্বাভাবিক। বুধবার রিঙ্কুর খেলা নিয়েও সংশয় কার্যত নেই বলেই জানানো হল কেকেআর শিবির থেকে।

আইপিএলের শুরুর দিকে পরিচিত ছন্দে ছিলেন না। রবিবার ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন রিঙ্কু। কেকেআরের ১ রানে রুদ্ধশ্বাস জয়ের নেপথ্যেও তাঁর হাত। ব্যাট করতে নেমে মাত্র ৬ বলে অপরাজিত ১৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রিঙ্কু। কেকেআরের ১ রানে জয়ের পর বলাবলি হচ্ছে, ভাগ্যিস রিঙ্কুর ওই ইনিংসটা ছিল!

পরে ফিল্ডিংয়েও দুরন্ত ছন্দে ছিলেন উত্তর প্রদেশের ক্রিকেটার। শেষ বলে যখন ম্যাচ জেতার জন্য ৩ রান দরকার ছিল রাজস্থানের, শুভম দুবের মিড অফে খেলা শট লং অফ থেকে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় দৌড়ে এসে দুরন্ত থ্রোয়ে রান আউট করেন রিঙ্কু। এক রান পান শুভম। রান আউট হয়ে যান জোফ্রা আর্চার। কেকেআর ১ রানে ম্যাচ জেতে।

তবে সেই ওভারেই ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন রিঙ্কু। রাজস্থান ইনিংসের শেষ ওভারে বৈভব অরোরার বলে জোরাল শট নিয়েছিলেন জোফ্রা। শরীর ছুড়ে বাউন্ডারি রুখে দেন রিঙ্কু। তারপরই তাঁকে দেখা যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। ডান পায়ের কুঁচকির কাছে হাত দিয়ে চেপে ধরেছিলেন তিনি।

যদিও সেই চোট গুরুতর নয়, জানিয়েছে কেকেআর