লখনউ: একদিকে মেন্টর মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। অন্যদিকে যিনি তাঁকে গুরু মানেন, সেই ঋষভ পন্থ (Rishabh Pant)। সোমবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস। যে দুই দলের দুই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও ঋষভ পন্থ। যে ম্যাচকে অনেকে গুরু-শিষ্যের লড়াই বলছেন।
যদিও চলতি আইপিএলে দুই প্রান্তে রয়েছেন ধোনি ও পন্থ। প্রথমত, ধোনির নেতৃত্ব দেওয়ারই কথা নয়। তবে চেন্নাই সুপার কিংসের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় কনুইয়ের চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে ফের চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়ভার এসেছে ধোনির কাঁধে। ফের মাঠে দেখা যাচ্ছে ক্যাপ্টেন কুলকে।
অন্য দিকে, টানা তিন ম্যাচ জিতে চনমনে লখনউ সুপার জায়ান্টস শিবির। সেখানে আইপিএলের ইতিহাসে এই প্রথম টানা পাঁচ ম্যাচ হেরে নামছে চেন্নাই সুপার কিংস। ধোনি অধিনায়ক হয়ে ফেরার পরেও ভাগ্য ফেরেনি। দুই রাত আগেই কলকাতা নাইট রাইডার্সের কাছে নিজেদের ডেরায় ৫৯ বল বাকি থাকতে ম্যাচ হারতে হয়েছে সিএসকে-কে।
লখনও চলতি আইপিএলে পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটছে। তরুণ দিগ্বেশ সিংহ রাঠিকে খেলিয়ে হইচই ফেলে দিয়েছে লখনউ। শুধু নোটবুক সেলিব্রেশনের জন্যই নয়, রাঠি নিজের বোলিং, বিশেষ করে ক্যারম বল দিয়েও নজর কেড়ে নিয়েছেন। অন্যদিকে চেন্নাই কৌশলের দিক থেকে পুরনোপন্থী। নতুন কোনও পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যাচ্ছে না ধোনিদের দলকে।
টানা তিন ম্যাচে পাওয়ার প্লে-তে কোনও উইকেট হারায়নি লখনউ। যা তাদের ইনিংসের ভিত গড়ে দিচ্ছে। নিকোলাস পুরান একাই মেরেছেন ৩১টি ছক্কা। যেখানে গোটা সিএসকে দল মিলে মেরেছে ৩২ ছক্কা।
চেন্নাইয়ের মূল কাঁটা আবার তাদের ব্যাটিং। অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম দশেও কেউ নেই। ৬ ম্যাচে তাদের সর্বোচ্চ স্কোরার রাচিন রবীন্দ্র। ৬ ম্যাচে তিনি ১৪৯ রান করেছেন। এর আগে আইপিএলে শেষবার কোনও দলের প্রথম ৬ ম্যাচের পরেও কোনও ব্যাটার অন্তত ১৫০ রানও করেননি, এটা শেষ দেখা গিয়েছিল ১১ বছর আগে। ২০১৪ সালে কেকেআরের কোনও ব্যাটার প্রথম ৬ ম্যাচের পর দেড়শো রানও করেননি। সেবার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিলেন নাইটরা।
এবার কী হবে?