বেঙ্গালুরু: চলতি আইপিএল একটি বিষয় প্রায়শই দেখা যাচ্ছে , যা অতীতে দেখা যায়নি। ক্রিকেটের নিয়মের ব্যাটের দৈর্ঘ্য, প্রস্থের নির্দিষ্ট মাপ দেওয়া রয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল, ব্যাটারদের ব্যাটের দৈর্ঘ্য কিন্তু এর আগে কখনও পরিমাপ করে দেখা হয়নি। তবে এবারের আইপিএলে আম্পায়াররা নিয়মিতভাবে তা পরীক্ষা করছেন। গতকাল আরসিবি বনাম সিএসকের (Royal Challengers Bengaluru vs Chennai Super Kings) ম্যাচেও মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ব্যাট পরীক্ষা করা হয়। তারপরেই এক ঘটনা ঘটে, যা সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে উঠে আসে।
ম্যাচের ১৭তম ওভারে লুঙ্গি এনগিদি তখন বোলিং করছিলেন। সিএসকে পরপর দুই উইকেট হারানোর পর ব্যাটে নামেন মহেন্দ্র সিংহ ধোনি। সঙ্গে সঙ্গেই আম্পায়ার গজ বের করে ব্যাট মাপা শুরু করেন। নিয়ম অনুযায়ী যে ব্যাট গজের মধ্যে দিয়ে গলে যায়, সেই ব্যাটই বৈধ। ধোনির এই ব্যাট গজের মধ্যে দিয়ে না গলেনি। এই পরিস্থিতিতে ধোনি নিজেই সেই গজ হাতে তুলে নেন ব্যাট পরিমাপ করতে। তবে সেক্ষেত্রেও ব্যাট গজের মধ্যে দিয়ে গলে না। কিন্তু তা সত্ত্বেও ধোনিকে ওই ব্যাট দিয়েই খেলার অনুমতি দেন আম্পায়ার। এই ঘটনাই সকলের নজর কেড়ে নিয়েছে।
এদিন কিন্তু সকল ক্রিকেটপ্রেমীরা এক হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকেন। সামনে ছিল রেকর্ড ২১৪ রান তাড়া করে জয়ের লক্ষ্য। আয়ুষ মাত্রে ও রবীন্দ্র জাডেজার দৌলতে সেই লক্ষ্যের দিকে তড়তড়িয়ে এগোচ্ছিল চেন্নাই সুপার কিংস। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও হাল ছাড়ার পাত্র নয়। সম্ভবত এবারের আইপিএলের সবথেকে রোমাঞ্চকর ম্যাচে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত চলল সাপ-সিঁড়ির লড়াই। কখনও আরসিবি ম্যাচে এগিয়ে যায় তো কখনও সিএসকে। শেষমেশ দুরুন্ত এক ম্যাচে জয়ের হাসি হাসল আরসিবিই। দুই রানে ম্যাচ জিতলেন কোহলিরা। এই প্রথমবার আরসিবি এক মরশুমে দুইবারই সিএসকেকে পরাজিত করল।
আরসিবির ইনিংসে মাত্র ১৪ বলে ৫৩ রান করে রোমারিও শেফার্ড দলকে দুশোর গণ্ডি পার করতে সাহায্য করেন। জবাবে আয়ুষ মাত্রে ও জাডেজা দুইজনেই এদিন অর্ধশতরান হাঁকান। শতাধিক রানের পার্টনারশিপও গড়েন। মাত্রে ৯৪ ও জাডেজা অপরাজিত ৭৭ রান করেও, শেষমেশ হারলই সিএসকে। এই প্রথমবার এক মরশুমে দুইবার সিএসকেকে হারাল আরসিবি।