চেন্নাই: চিপকে আজ আইপিএলের ম্যাচে (IPL 2025) দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings vs Delhi Capitals)। এটিই মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) শেষ ম্যাচ হতে চলেছে! জল্পনা কিন্তু তুঙ্গে। এই জল্পনা নতুন কিছু নয়। তবে আজকে হঠাৎ এই জল্পনার কারণটা ঠিক কী? কারণ হল মাঠে মাহির বাবা, মায়ের উপস্থিতি।

পান সিংহ এবং দেবীকা দেবী, মাহির বাবা ও মা, দুইজনেই আজ দিল্লির বিরুদ্ধে ম্যাচ দেখতে চিপকে উপস্থিত রয়েছেন। এই দৃশ্য সচরাচর দেখা যায় না বললেও কম বলা হবে। খুব ভুল না হলে এই প্রথমবার সিএসকের জার্সিতে ধোনির আইপিএল ম্যাচ দেখতে মাঠে জনসমক্ষে উপস্থিত রয়েছেন মাহির বাবা মা। ৪৩ বছর বয়সি কিংবদন্তির স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাও মাঠে রয়েছেন। তবে তাঁদের প্রায়শই ধোনির হয়ে গলা ফাটাতে দেখা যায়। এ দৃশ্য নতুন নয়। কিন্তু মাহির বাবা মাকে মাঠে উপস্থিত দেখেই তাঁর অবসর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

 

 

 

 

 

এমনিতেই ধোনিকে নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক জল্পনা, সমালোচনাই শোনা গিয়েছে। তিনি আরসিবির বিরুদ্ধে নয় নম্বরে ব্যাট করা নিয়ে রীতিমতো চারিদিকে শোরগোল পড়ে গিয়েছিল। বহুদিন ধরে হাঁটুর সমস্যাতেও ভুগছেন মাহি, করা হয়েছে অস্ত্রোপ্রচার। কিন্তু এমন হঠাৎ করে তিনি অবসর নেবেন, এমনটা কেউই হয়তো ভাবছেন না। অবশ্য ধোনির বিশেষত্বই আবার এটা। সকলকে চমকে দিয়ে হঠাৎই টেস্টকে বিদায় জানিয়েছিলেন, জাতীয় দল থেকেও আকস্মিকই অবসর ঘোষণা করেছিলেন। তাই আজকে ম্যাচের পর তিনি অবসর ঘোষণা করলে, তা আকস্মিক হলেও, নতুন কিছু হবে না।   

বিপরাজের বলে জাডেজা দুই রানে আউট হতেই চিপকে শোরগোল শোনা যায়। বোঝাই যাচ্ছিল কী উপলক্ষে এই শোরগোল। সাত নম্বরে আজ ব্যাট হাতে নামেন ধোনি। ২০২৩ সাল থেকে ২০ ওভারের ম্যাচে এত আগে ধোনিকে ব্যাটে নামতে দেখা যায়নি। ব্যাট হাতে সেই ভিন্টেজ মাহিকে দেখার অপেক্ষায় সকলে। শনিবাসরীয় চিপকে 'মাহি মার রাহা হ্যায়!' ধ্বনি শোনা যাবে কি? সেটাই দেখার।