মুম্বই: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন পারস মামব্রে। ১৬ অক্টোবর, বুধবারই মুম্বই ইন্ডিয়ান্স এক বিবৃতি দিয়ে বোলিং কোচ হিসেবে পারসকে যোগ করার কথা জানিয়েছে। বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন লসিথ মালিঙ্গা। তাঁর সঙ্গেই দায়িত্ব সামলাবেন পারস মামব্রে। এর আগেও পারস মামব্রে মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফ হিসেবে দায়িত্ব সামলেছেন। মুম্বইয়ের আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়ের পেছনে পারসের অবদান ছিল অনস্বীকার্য। কয়েকমাস আগে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে যে ভারতীয় ক্রিকেট দল টি-টােয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই দলের কোচিং স্টাফ হিসেবেও ছিলেন পারস মামব্রে।


এর আগে ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ হিসেবে দায়িত্ব সামলেছেন পারস। তবে ২০০৮ সালে আইপিএলের সূচনালগ্ন থেকে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে জড়িয়ে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। পরে ২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের কোচের দায়িত্বও সামলেছেন পারস। পাঁচবারের আইপিএল জয়ী মুম্বই দলে ফের কোচিং স্টাফ হিসেবে ফিরতে চলেছেন পারস। 


 






গত মরশুমে আইপিএলে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার থেকে নেতৃত্বের ব্যাটন কেড়ে দেওয়া হয়েছিল হার্দিক পাণ্ড্যকে। কিন্তু তিনি সাফল্য এনে দিতে পারেননি। বরং ওয়াংখেড়েতেই বিদ্রুপ ও বিতর্কের কেন্দ্রে ছিলেন। আইপিএল রেকর্ড চ্যাম্পিয়নদের দলে একাধিক মহাতারকা রয়েছেন। তা সত্ত্বেও গত বারের লিগ তালিকায় সবার নীচে ছিল পল্টনরা। দলের অন্দরমহলের পরিবেশ নিয়েও গোটা আইপিএল জুড়েই জল্পনা-কল্পনা শোনা যাচ্ছিল। মূলত রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে দলের নতুন অধিনায়ক করা নিয়েই সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরার মতো একাধিক সিনিয়র তারকা অখুশি ছিলেন বলে খবর ছিল। তারপর আরব সাগর দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হলেও, রোহিতের পর দলের দায়ভার পেয়েছেন সূর্যকুমার। তারপর থেকেই পরবর্তী মরশুমে সূর্য মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হতে পারেন বলে প্রবল জল্পনা শুরু হয়।


ইতিমধ্যেই কোন তারকাকে ফ্র্য়াঞ্চাইজি রিটেন করবে, কাকে ছেড়ে দেবে, তাই জোরকদমে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। সম্ভবত যে দল নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে, সটি হল মুম্বই ইন্ডিয়ান্স।