কলকাতা: মাঝমাঠে খোলা উইকেটে ব্যাটিং করছেন আন্দ্রে রাসেল (Andre Russell) কিংবা সুনীল নারাইন (Sunil Narine), রিঙ্কু সিংহরা। বল ব্যাটের ঘা খেয়ে উড়ে যাচ্ছে গ্যালারিতে। তৃপ্তির হাসি ব্যাটারের মুখে। কোচের মুখেও প্রশান্তি। আর যদি সেই সময় প্রতিপক্ষ শিবিরের কেউ মাঠে থেকে থাকেন? অবধারিতভাবে কপালে চিন্তার ভাঁজ বাড়বে।


আইপিএলে ম্যাচের আগে প্র্যাক্টিসের সময় এটা ভীষণই পরিচিত ছবি। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের প্র্যাক্টিসে হামেশাই খোলা উইকেটে (ওপেন নেট) এরকম ছক্কা মারার প্রস্তুতি নিতে দেখা যায় নাইট তারাদের। যাকে বলা হয় রেঞ্জ হিটিং।


তবে আসন্ন আইপিএলে সেরকম কিছু নাও দেখা যেতে পারে। আইপিএলের দশ দলের অনুশীলন নিয়েই কড়া নিয়ম আনছে ভারতীয় ক্রিকেট বোর্ড। লক্ষ্য? যাতে দু মাসের টুর্নামেন্টের পুরোটাই মাঠ এবং বাইশ গজ দারুণ অবস্থায় থাকে।


আসন্ন আইপিএলের আগে এরকম রেঞ্জ হিটিং করতে পারবে দলগুলি। তবে সেটা নির্দিষ্ট সময়ের জন্য, একটিমাত্র পিচেই। মূল পিচের একেবারে দুই প্রান্তে এর জন্য দুটি উইকেট তৈরি রাখার কথা বলা হয়েছে। সেখানেই রেঞ্জ হিটিংয়ের প্রস্তুতি নিতে পারবে দলগুলি। তবে কোনও খোলা নেট দেওয়া হবে না। টুর্নামেন্ট চলাকালীন প্র্যাক্টিসের সময় প্রত্যেক দলকে ২টি করে নেট দেওয়া হবে। সেই সঙ্গে মূল পিচের প্রান্তে একটি করে পিচ রেঞ্জ হিটিংয়ের জন্য। 


আইপিএলের সময় অনেক ক্ষেত্রে দেখা যায়, দুই দলই একই সময়ে প্র্যাক্টিসের আবেদন করছে। এবার এ নিয়েও কড়া নিয়ম আনছে বোর্ড। যদি একই সময় দুই দলই প্র্যাক্টিস করতে চায়, সেক্ষেত্রে দুই দলের ম্যানেজারকে আলোচনা করে হয় সময় আগে-পিছু করে প্র্যাক্টিস করতে হবে, অথবা একই সময়ে প্র্যাক্টিস করতে হবে। আর যদি দুই দলই একমত হতে না পারে, তা হলে বোর্ড ঠিক করে দেবে কারা কখন প্র্যাক্টিস করবে। যদি অন্য দলের প্র্যাক্টিস নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে যায়, তাহলেও সেই নেট অন্য দলকে ব্যবহার করতে দেওয়া হবে না।


পাশাপাশি, ম্যাচের দিন আর কোনও প্র্যাক্টিস করতে দেওয়া হবে না বলেও খবর। ম্যাচের আগে সব দলকেই দেখা যায় আগাম মাঠে পৌঁছে নেট খাটিয়ে প্র্যাক্টিস করছে। এবার তাতে বাদ সাধতে চলেছে বোর্ড।


টুর্নামেন্টের আগে প্রস্তুতির সূচিও নির্ধারিত করে দেবে বোর্ড। শোনা যাচ্ছে, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রত্যেক দল ম্যাচ হবে এমন কেন্দ্রে তিন ঘণ্টা করে সর্বোচ্চ সাতটি প্র্যাক্টিস সেশন করতে পারবে। তার মধ্যে সর্বোচ্চ ২ দিন ওপেন নেট বা প্র্যাক্টিস ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলি। মূল পিচেও প্র্যাক্টিস ম্যাচ করা যাবে না। পাশের পিচে করতে হবে।


আরও পড়ুন: অবিশ্বাস্য ক্যাচে আউট কোহলি, গ্যালারিতে মাথায় হাত স্ত্রী অনুষ্কার