সন্দীপ সরকার, কলকাতা: শুক্রবার বিকেলে ইডেন (Eden Gardens) জুড়ে তখন সাজো সাজো রব। একদিকে প্র্যাক্টিস চলছে কলকাতা নাইট রাইডার্সের। অন্যদিকের নেটে প্রস্তুতি সারছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেনের প্রস্তুতি খতিয়ে দেখতে হাজির হয়ে গিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তার খানিক পরেই খবর পাওয়া গেল, শহরে পৌঁছে গিয়েছেন শাহরুখ খান। কেকেআর মালিকই যে শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ।


কিন্তু শহর জুড়ে ক্রিকেট উৎসবের এই আবহই কিছুটা ম্লান করে দিল বৃষ্টি। শহর জুড়ে বৃষ্টির পূর্বাভাস ছিলই। শুক্রবার সন্ধ্যায় সেই পূর্বাভাস মেনেই শুরু হল বৃষ্টি। পাততাড়ি গোটাটে হল দুই দলকেই। প্র্যাক্টিসের মাঝপথে মাঠ ছাড়তে হল কেকেআর ও আরসিবি ক্রিকেটারদের। দ্রুততার সঙ্গে মাঠ ঢেকে ফেললেন মাঠকর্মীরা। সেই যে বৃষ্টি শুরু হল, নাগাড়ে চলল ঝিরঝির করে। থামল রাত প্রায় সাড়ে দশটা নাগাদ। প্লাস্টিকের চাদরে ঢাকা ইডেনে তখন আলোর কারসাজির পরীক্ষানিরীক্ষা চলছে। শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি।


ঘটনা হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানেও বাদ সাধতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবারও সারাদিন আংশিক মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।


তবে আবহাওয়া দফতরের যে ভবিষ্যদ্বাণী ঘিরে সবচেয়ে বেশি আতঙ্ক তৈরি হয়েছে, তা হল, কলকাতায় শনিবার বিকেল বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বাড়বে রাতের দিকে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল ও সন্ধ্যের দিকে।


আর তাতেই প্রমাদ গুনছেন ক্রিকেটপ্রেমীরা। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানিরা। শাহরুখ করবেন সঞ্চালনা। বৃষ্টিতে সব পণ্ড হতে পারে।


আর ম্যাচের সময়ও বৃষ্টি হলে? সন্ধ্যা ৭.৩০-এ কেকেআর বনাম আরসিবি ম্যাচ শুরু হওয়ার কথা। ৭টায় হবে টস। নিয়ম বলছে, বৃষ্টি হলে রাত সাড়ে আটটা পর্যন্ত অপেক্ষা করা হবে ২০ ওভারের পুরো ম্যাচ করার জন্য। কিন্তু তখনও বৃষ্টিতে খেলা শুরু করা না গেলে কমতে থাকবে ওভার সংখ্যা। রাত ১০.৫০ মিনিটে ম্যাচ শুরু করা সম্ভব হলে দু ইনিংসে ৫ ওভার করে ম্যাচ করা সম্ভব।


কিন্তু খেলা নির্ধারিত সময়ে শুরু হয়ে তারপর বৃষ্টি নামলে? সেক্ষেত্রে রাত ১২.০৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে অন্তত ৫ ওভার করে দুই ইনিংসের ম্যাচ করার জন্য। তাতেও ম্যাচ না করা গেলে তা পরিত্যক্ত হবে। দুই দল ১ পয়েন্ট করে পাবে।