নয়াদিল্লি: এ বছরে এখনও পর্যন্ত আইপিএল (IPL 2025) মরশুমটা রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) জন্য খুব একটা ভাল কাটেনি। লিগ তালিকায় আট নম্বরে রয়েছে রয়্যালস। টুর্নামেন্টের শুরু থেকেই দলের অধিনায়কও ফিটনেস নিয়ে সমস্যায় ভুগছেন। ফের একবার সঞ্জু স্যামসন (Sanju Samson) চোটের সমস্যায় মাঠে নামতে পারবেন না।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে তলপেটে চোট পান স্যামসন এবং সেই কারণেই তিনি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে পারেননি। স্ক্যানের পর তাঁকে সেই ম্যাচ না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সেই চোটের কারণেই বৃহস্পতিবার, ২৪ এপ্রিলও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে পারবেন না সঞ্জু। রাজস্থান রয়্যালসের তরফে আজ এক বিবৃতিতে তা জানিয়ে দেওয়া হয়েছে। সঞ্জুর অনুপস্থিতিতে গত ম্যাচের মতোই রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করতে দেখা যাবে রিয়ান পরাগকে।
রাজস্থানের তরফে বিবৃতিতে জানানো হয় দলের অধিনায়ক স্যামসন আরসিবির বিরুদ্ধে ম্যাচের জন্য দলের সঙ্গে বেঙ্গালুরুতে যাবেন না। বদলে তিনি দলের বেস রাজস্থানেই থাকবেন এবং মেডিক্যাল স্টাফদের সঙ্গে নিজের চোট সারানোর জন্য কাজ চালিয়ে যাবেন। তাঁর ফিটনেস এবং পরিস্থিতি দেখেই ম্যাচ অনুসারে রয়্যালস ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়।
স্যামসনের অনুপস্থিতিতে গত ম্যাচে রয়্যালসের হয়ে মাঠে নেমেছিলেন বৈভব সূর্যবংশী। ১৪ বছর বয়সি ক্রিকেটার আইপিএলে নিজের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে চারিদিকে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। ২০ বলে ৩৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছিলেন গুগল সিইও সুন্দর পিচাইও। সুন্দর পিচাই এক্স হ্যান্ডলে লেখেন, 'আইপিএলে অষ্টম শ্রেণির এক ছাত্রের খেলা দেখার জন্য ঘুম থেকে উঠেছি! কী অবিশ্বাস্য অভিষেক!'
তরুণ বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার সম্ভবত স্যামসনের অনুপস্থিতিতে চিন্নাস্বামীতেও ফের একবার মাঠে নামতে চলেছেন। তাঁকে ব্যাট করতে দেখার জন্য কিন্তু অনেকেই সেই ম্যাচের অপেক্ষায় থাকবেন। তবে আট ম্যাচে মাত্র দুইটি জেতা রয়্যালসদের জন্য সময় ক্রমশই কমে আসছে। প্লে অফে পৌঁছতে হলে কিন্তু তাঁদের কার্যত বাকি সব ম্য়াচই জিততে হবে। তাই আরসিবির বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে মরিয়া হবে রয়্যালসরা। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা যেতেই পারে।