নয়াদিল্লি: শনিবার, ২৮ সেপ্টেম্বর, একেবারে শেষবেলায় এল বহু কাঙ্খিত ঘোষণা। বেঙ্গালুরুতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর জানিয়ে দেওয়া হল আসন্ন মরশুমের আইপিএলের রিটেনশনের (IPL 2025 Retention) না না নিয়মাবলী। এই রিটেনশন নিয়মাবলীর দিকে সিএসকে সমর্থকরা বিশেষভাবে তাকিয়ে ছিলেন। কারণ অবশ্যই মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।


শোনা যাচ্ছিল পরের মরশুমের আইপিএলে ধোনির খেলা নাকি তাঁর দল তাঁকে কম টাকায় রিটেন করতে পারে কি না, সেই বিষয়ের ওপর নির্ভরশীল। তেমনটা না হলে ধোনি না কি, নিজেই আইপিএলে খেলা চালিয়ে যেতে তেমন আগ্রহী নন। রিটেনশনের না না নিয়মগুলির একেবারে শেষের দিকে এক নিয়মের উল্লেখ করা হয়েছে। আনক্যাপড ক্রিকেটারদের নিয়ম। এই নিয়ম পড়ার পর চেন্নাই সমর্থকদের মুখে হাসি ফুটতে বাধ্য। কারণ রিপোর্ট অনুযায়ী আইপিএল খেলার মাহি যেমনটা শর্ত দিয়েছিলেন, সেই শর্তটা এই নিয়মের জেরে মানা সম্ভব।  


আইপিএল রিটেনশন সংক্রান্ত নিয়মাবলীতে আনক্যাপড ক্রিকেটারদের সংক্রান্ত নিয়ম ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে যে কোনও ক্রিকেটার, উক্ত আইপিএল মরশুমের আগের পাঁচ বছরে যদি কোনও আন্তর্জাতিক দলের প্রথম একাদশে না থাকেন, বা তাঁর যদি বিসিসিআইয়ের সঙ্গে কোনও বার্ষিক চুক্তি না থাকে, তাহলে তাঁকে আনক্যাপড ক্রিকেটার হিসাবে গণ্য করা হবে। তবে এই নিয়মটা কেবলই ভারতীয় ক্রিকেটারদের জন্যই প্রযোজ্য। এই নিয়ম অনুযায়ী ভারতের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক ধোনিকে কিন্তু আনক্যাপড ক্রিকেটার হিসাবেই গণ্য করা হবে।


ধোনি ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। কিন্তু তিনি ২০১৯ সালে ৯ জুলাই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। অর্থাৎ পাঁচ বছরের অধিক সময় তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন। তাই তিনি উল্লেখিত নিয়মে বর্তমানে আনক্যাপড ক্রিকেটার। ধোনিকে আগের মরশুমে ১২ কোটি টাকায় দলে রেখেছিল সিএসকে। কিন্তু ধোনি আনক্যাপড হওয়ায় হলুদ ব্রিগেডে তাঁকে তুলনামূলক কম টাকায় এবার দলে ধরে রাখতে পারবেন। এই খবর যে মাহি-অনুরাগীদের জন্য বিরাট আনন্দের, তা বলাই বাহুল্য। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: দিল্লি ছেড়ে আরসিবিতে যোগ দিচ্ছেন পন্থ! জল্পনা নিয়ে নিজেই মুখ খুললেন ঋষভ