নয়াদিল্লি: আইপিএলের পরের মরশুম (IPL 2025) শুরু হতে এখনও বেশ খানিকটা সময় রয়েছে। সেই মরশুমের আগে মেগা নিলাম আয়োজনের কথা বহু আগেই ঘোষণা করেছিলেন অরুণ ধুমাল। এখনও যদিও মেগা নিলামের দিনক্ষণ বা রিটেনশন সংক্রান্ত কোনওকিছুই সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে দলবদল নিয়ে জল্পনা-কল্পনা কিন্তু বহু আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। এমনই এক জল্পনায় দাবি করা হচ্ছিল ঋষভ পন্থ (Rishabh Pant) নাকি দিল্লি ক্যাপিটালস (Delhi Capital) ছাড়তে আগ্রহী।


এক রিপোর্টে দাবি করা হয়, দিল্লি ক্যাপিটালসের গত মরশুমের অধিনায়ক পন্থ রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ছাড়তে পারেন। তাঁর পরবর্তী গন্তব্য নাকি 'গার্ডেন সিটি' অর্থাৎ বেঙ্গালুরু হতে পারত। আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) জার্সিতে যাতে পন্থ মাঠে নামতে পারেন, সেই চেষ্টাই তাঁর ম্যানেজমেন্টের তরফে করা হচ্ছিল। তবে আরসিবি নাকি সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে। তাঁর কারণ আবার নাকি অন্য কেউ নন, স্বয়ং বিরাট কোহলি। বিরাটই নাকি চান না পন্থ আরসিবিতে যোগ দিন। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি এমনই এক দাবি করা হয় এক নেটিজেনের তরফে।


তবে পন্থ এই দাবি সরাসরি নস্যাৎ করে দেন। পাশাপাশি মিথ্যা খবর ছড়ানোর জন্য সেই নেটিজেনকে ভর্ৎসনাও করেন। পন্থ লেখেন, 'মিথ্যা খবর। তোমরা কেন এমন মিথ্যা খবর ছড়াও। অহেতুক অবিশ্বাস্য কিছু ছড়িও না। এমন কিছু এই প্রথমবার হল না এবং শেষবারও হচ্ছে না, তবে আমার এটা বলার প্রয়োজন ছিল। অনুগ্রহ করে তোমাদের তথাকথিত সোর্সগুলি বারবার চেক করে নিও। দিনদিন পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। বাকিটা তোমাদের ওপর। আর এটা শুধু তোমার জন্য নয়, এমন অনেক মানুষই রয়েছে, যারা ভুয়ো খবর ছড়াচ্ছেন।'


 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আইপিএলে কয়জন ক্রিকেটারকে রিটেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি? কবে হবে ঘোষণা?