নয়াদিল্লি: আসন্ন আইপিএলের (IPL 2025) জন্য বেশ খানিকটা সময় বাকি থাকলেও, ইতিমধ্যেই সেই নিয়ে তোড়জোর শুরু হয়ে গিয়েছে। বুধবারই, ২৮ অগাস্ট লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) তরফে দলের নতুন মেন্টর হিসাবে সরকারিভাবে জাহির খানের নাম ঘোষণা করা হয়েছে। আসন্ন মেগা নিলামের আগে লখনউ দলকে নিয়ে জোর জল্পনা। দলের অধিনায়কসহ একাধিক ক্রিকেটারকে বদলে ফেলার কানাঘুষো শোনা যাচ্ছে। জল্পনা শোনা যাচ্ছে রোহিত শর্মাকে (Rohit Sharma) দলে নিতে আগ্রহী নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি।


খবর অনুযায়ী রোহিতকে নিলামে কেনার জন্য নাকি ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে লখনউ ম্যানেজমেন্ট। তবে এই জল্পনায় জল ঢেলে দিলেন লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। তিনি সাফ জানিয়ে দিলেন এত দাম দিয়ে একজন ক্রিকেটারকে নিলে দল গঠন কার্যত অসম্ভব। গোয়েঙ্কা বলেন, 'রোহিত শর্মা কি আদৌ নিলামে উঠবেন? সেটা কেউ জানেন? এইসব গুজবের কোনও ভিত্তি নেই। রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়বে কি না, তিনি আদৌ নিলামে উঠবেন কি না, সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই। আর তেমনটা হলেও, মোট বরাদ্দ টাকার ৫০ শতাংশ যদি একজন ক্রিকেটারকে কিনতে লাগিয়ে দেওয়া হয় তাহলে বাকি ২২ জন খেলোয়াড়কে কিনব কী করে?'


সঞ্জীব গোয়েঙ্কার আরও দাবি চাইলেই তো আর সবকিছু পাওয়া সম্ভব নয়। 'সবার নিজস্ব পছন্দের তালিকা থাকে। সকলেই সেরা খেলোয়াড়, সেরা অধিনায়ককে দলে নিতে চায়। তবে চাইলেই তো আর হল না। কী আছে, কতটা কী করা সম্ভব সেটা জরুরি। এটাই আসল কথা। আমার পছন্দের তালিকায় যে কেউ থাকতে পারে। তবে তার মানে এই নয় যে তাঁকে আমি দলে নিতে সক্ষম হব। সব ফ্র্যাঞ্চাইজির জন্যই এটা প্রযোজ্য।' জানান লখনউ কর্ণধার।


গত মরশুমে রোহিতকে সরিয়ে হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়। এই সিদ্ধান্তে রোহিত অসন্তুষ্ট এবং তিনি দল ছাড়তে আগ্রহী বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়। আবার কেএল রাহুলও লখনউ ছাড়তে পারেন বলে জোর জল্পনা। তাই রাহুলের বদলে অধিনায়ক হিসাবে লখনউ রোহিতকে টার্গেট করতে পারে বলে জোর জল্পনা। যদিও এই গোটাটাই এখনও জল্পনার পর্যায়েই রয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: রয়েছে রোহিতের সমর্থন, হার্দিককে অপসারিত করে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হতে পারেন এই তারকা