নয়াদিল্লি: বাবার কোলে ইডেনে ম্যাচ দেখতে এসেছে এক বালক। তাঁর গালে এবং পরনে রাইজ়িং পুণে সুপারজায়ান্টের জার্সি, গালে লেখা পুণে। কিন্তু এমন ছবি তো খুবই স্বাভাবিক। তাও সেই বালকের ছবিই পোস্ট করলেন তৎকালীন পুণে তথা বর্তমানে লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। কারণটা ঠিক কী?
আদপে এই বালকই এ বারের আইপিএলের (IPL 2025) সম্ভবত সবথেকে সবচর্চিত তরুণ। কে সে? সে আর কেউ নয়, বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryvanshi)। দিন দু'য়েক আগেই তাঁর ব্যাটিং দেখে চারিদিকে হুলস্থুল পড়ে গিয়েছিল। মাত্র ৩৫ বলে ভারতীয় হিসাবে আইপিএল ইতিহাসের দ্রুততম শতরানটি এসে তাঁর ব্যাট থেকে। বিষয়টি আরও বিস্ময়কর হয়ে উঠে তার বয়স জানলে। বৈভবের বয়স মাত্র ১৪। এই কারণেই তাঁকে নিয়ে চারিদিকে এত শোরগোল।
সেই বৈভবের ছবিই পোস্ট করলেন সঞ্জীব গোয়েঙ্কা। বৈভবের ব্যাটিংয়ের প্রশংসা করে গোয়েঙ্কা লেখেন, 'গত রাতে আমি হা হয়ে ওর ব্য়াটিং দেখেছি। আজ সকালে আমি এই ছবিটা দেখতে পেলাম যেখানে ছয় বছর বয়সি বৈভব সূর্যবংশী ২০১৭ সালে আমার তৎকালীন দল রাইজ়িং পুণে সুপারজায়ান্টকে সমর্থন করছে। ধন্যবাদ বৈভব, তোমার জন্য অনেক শুভেচ্ছা ও সমর্থন।'
ঘটনাক্রমে বৈভব কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার বর্তমান লখনউয়ের বিরুদ্ধেই নিজের আইপিএল অভিষেক ঘটান। নিজের আইপিএলের প্রথম বলেই শার্দুলকে ছক্কা হাঁকিয়ে নিজের দক্ষতার ট্রেলার দেয় বৈভব। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আসে ঐতিহাসিক শতরান।
বিহারের সমস্তিপুরের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা বৈভব নিজের এই পথে অল্প বয়সেই বেশ কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তবে হাল ছাড়েনি সে। আর এবার সেই কঠোর পরিশ্রমের ফলও পাচ্ছে বৈভব। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ আট থেকে আশি। সেই তালিকায় রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। তিনি তরুণ তুর্কির ঐতিহাসিক শতরানের পরেই তাঁর সঙ্গে কথাও বলেন। তাঁকে বিহার সরকারের তরফে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করেছেন নীতীশ।