জয়পুর: ২৮ এপ্রিল, ২০২৫, এই দিনটি ক্রিকেটপ্রেমীদের মনে আজীবন গাঁথা থাকবেন। কারণ বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavansh)। বয়স মাত্র ১৪, এখনও বয়সের নিরিখে নিতান্তই বালক সে। তবে কথায় আছে প্রতিভার কোনও বয়স হয় না। আইপিএলে (IPL 2025) বৈভবের প্রথম বলেই শার্দুল ঠাকুরের ডেলিভারি মাঠের বাইরে ফেলা তা আগেই প্রমাণ করে দিয়েছিল। তবে সে সোমবার যা করল, তা হয়তো তাকে কোটি টাকায় কেনা রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টেরও কল্পনাতীত ছিল।
সোমবার, 'পিঙ্ক সিটি'-তে উঠল ঝড়, যার নাম বৈভব সূর্যবংশী। বিহারের সমস্তিপুরের ছোট্ট ছেলেটা আন্তর্জাতিক স্তরের মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, রশিদ খানদের বলে বলে মাঠের বাইরে পাঠাল। মাত্র ৩৫ বলে শতরান পূরণ করল সে। গড়ল গুচ্ছ রেকর্ড। ১৪ বছরের এক বালকের এমন কাণ্ড কিন্তু রুপোলি পর্দার যে কোনও চিত্রনাট্যকেও হার মানাবে। সে যখন ইতিহাস গড়ে মাঠ ছাড়ল, তখনই প্রতিপক্ষের রাহুল তেওয়াটিয়া, রশিদ, সাই সুদর্শনরা এগিয়ে এসে তার পিঠ চাপড়ে দেন। তার এই ইনিংস দেখে প্রশংসা না করে থাকতে পারলেন না প্রতিপক্ষ অধিনায়ক শুভমন গিলও।
ম্যাচ শেষে গিলকে বলতে শোনা যায়, 'আজকে ওর দিন ছিল। ওর হিটিংটা এক কথায় অনবদ্য ছিল এবং আজ ও ওর দিনটাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছে।' আর রাজস্থানের স্ট্যান্ড ইন অধিনায়ক রিয়ান পরাগ! তিনি তো কার্যত বাকরুদ্ধ। 'অবিশ্বাস্য! আমরা ওর সঙ্গে দুই মাস কাটিয়েছি এবং সেইটুকু সময়েই ওর দক্ষতার সম্পর্কে আমাদের খানিক ধারণা হয়েছিল। তবে গুজরাত টাইটান্সের মতো একটা বিশ্বমানের বোলিং আক্রমণের বিরুদ্ধে ও এমনটা করবে। আমার অনুভূতি আমি তো ভাষায় প্রকাশ করতে পারছি না।' বলেন পরাগ।
২১০ রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস ১৫.৫ ওভারেই দুই উইকেট হারিয়ে নিজেদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়। গুজরাতের বিরুদ্ধে এত রান তাড়া করে জয়ের নজির আর কোনও দলের নেই। বিগত কয়েক ম্যাচে রান তাড়া করতে নেমে জয়ের স্থান থেকে হেরে গিয়েছিল রয়্যালস। তবে তারপর এই ম্য়াচে কিন্তু তারা যে শুধু সফলভাবে রান তাড়া করল, তাই নয়, আইপিএলে সবথেকে কম বলে দু'শোর অধিক রান তাড়া করে জয়ের নজিরও গড়ল রয়্যালস। এই রান তাড়া করার বিষয়ে পরাগ যোগ করেন, 'আমরা চেষ্টা করছিলাম ম্যাচটা যাতে যত দ্রুত সম্ভব শেষ করা যায়। সেই কারণেই বাড়তি উদ্যম নিয়ে ব্যাটিং করছিলাম। আমরা প্রচুর অনুশীলন করেছি এবং সেটা মাঠে প্রয়োগ করেছি। সৌভাগ্যবশত তাতে জয় এসেছে।'