জয়পুর: একাধিক ম্যাচে তীরে এসে রাজস্থান রয়্যালসের তরী ডুবেছে। বর্তমানে পরিস্থিতি এমনই যে রয়্যালসদের এ বারের আইপিএলের (IPL 2025) প্লে-অফে পৌঁছতে হলে নিজেদের বাকি ম্যাচে তো জিততেই হবে, পাশাপাশি অপর দলগুলির দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। তবে এক হতাশাজনক মরশুমের মাঝেও রয়্যালস শিবিরে একফালি আশার আলো বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে গত ম্যাচে ১৪ বছর বয়সি বৈভব মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে চর্চা অব্যাহত। তবে বৈভবকে নিয়ে বাড়াবাড়ি করতে নারাজ ট্রেন্ট বোল্ট।

গুজরাতের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর, ১ লা মে নিজেদের পরের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস (RR vs MI)। সেই ম্যাচের আগে কিন্তু স্বাভাবিকভাবেই বৈভবের প্রসঙ্গ উঠে আসছে। ট্রেন্ট বোল্ট (Trent Boult) বৈভবকে ছোট না করলেও, বাড়তি মাতামাতি করতেও নারাজ। নিজের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে কিউয়ি তারকা ম্যাচের আগে বলেন, 'এইসব টুর্নামেন্টে আমি ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্সের মতো বিশ্বের সেরাদের বিরুদ্ধে বোলিং করেছি। আমি খানিকটা অবশ্যই সতর্ক হয়েই বলছি যে ১৪ বছরের বালককে নিয়ে আমি চিন্তিত হব না। তবে এমন একজন ক্রিকেটার যে দুরন্ত ফর্মে রয়েছে এবং যে নির্ভীক, তার বিরুদ্ধে মাঠে নামার চ্যালেঞ্জটা কিন্তু বেশ ভালই হবে।'

প্রসঙ্গত আইপিএলে বৈভবের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। তাঁর জন্য আর্থিক ১০ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেন নীতীশ কুমার। বৈভবকে তার অনবদ্য, ঐতিহাসিক শতরানের জন্য নীতীশ শুভেচ্ছা তো জানানই, পাশাপাশি তাঁকে আর্থিক পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেন। নিজের সোশ্যাল মিডিয়ায় নীতীশ জানান গতকালই তাঁর সঙ্গে বৈভবের কথা হয়েছে। তিনি লেখেন, 'বিহারের বৈভব সূর্যবংশীকে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আইপিএলে শতরান করার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিভা এবং পরিশ্রমের ভিত্তিতে ও ভারতীয় ক্রিকেটের বড় আশার জায়গা হয়ে উঠেছে। আমরা সকলেই ওর জন্য গর্বিত। গত বছর ওর আর ওর বাবার সঙ্গে দেখা করেছিলাম আমি, উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছিলাম। আর কাল আইপিএলে দারুণ পারফরম্যান্সের পর ফোনে ওকে শুভেচ্ছা জানাই।' 

এবার দেখার বিষয় বৈভব দুরন্ত ছন্দে থাকা মুম্বই ইন্ডিয়ান্স ও বোল্টের বিরুদ্ধে সাফল্যের ধারা অব্য়াহত রাখতে পারেন কি না।