সমস্তিপুর: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণে সবচেয়ে আলোচিত নাম? তালিকায় প্রথম দিকেই থাকবে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) নাম। চলতি আইপিএলে তার দল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) যদিও প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, কিন্তু বৈভবের ব্যক্তিগত পারফরম্যান্স সকলকে মুগ্ধ করেছে। আইপিএল কেরিয়ারের প্রথম বলে ছক্কা মারার পরে সে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে ঐতিহাসিক শতরান করেছে।

আইপিএলে রাজস্থান রয়্যালসের অভিযান শেষ হতেই বিহারের সমস্তিপুরের বাড়িতে ফিরে গিয়েছে বৈভব। সেখানে তার পরিবার ও পড়শিরা মিলে তাকে জমকালো অভ্যর্থনা জানাল।

জেড্ডার মহানিলাম থেকে রাজস্থান রয়্যালস ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভব সূর্যবংশীকে কিনেছিল। সে সময় তার বয়স ছিল ১৩ বছর। তার কম বয়সের কারণে সেই থেকেই আলোচনায় উঠে এসেছিল। এরপর যখন সে অভিষেক ঘটায়, তখনই বুঝতে পারা গিয়েছিল সে কেমন ব্যাটার। টুর্নামেন্টে সে ৭ ম্যাচে ২৫২ রান করেছে, যার মধ্যে গুজরাতের বিরুদ্ধে ৩৫ বলে করা রেকর্ড শতরানও অন্তর্ভুক্ত। 

বৈভব আইপিএল-এ ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়েছে। ভেঙে দিয়েছে ইউসুফ পাঠানের রেকর্ড। সে টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করার সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ও হয়ে উঠেছে। বৃহস্পতিবার যখন সে বাড়ি ফিরেছে, তখন তার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা তার অভ্যর্থনা করেছে। কেক কেটে, মালা পরিয়ে বরণ করা হয় বৈভবকে।

IPL 2025-এ অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেল বৈভব সূর্যবংশী

আইপিএলে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে বৈভব। আগামী মাসে ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব ১৯ দলে নির্বাচিত হয়েছে বৈভব। এই দলের নেতৃত্ব করবে আয়ুষ মাত্রে। রয়েছে বাংলার যুধাজিৎ গুহ।

বৈভবের জন্ম ২৭ মার্চ ২০১১ সালে সমস্তিপুর, বিহারের তাজপুর গ্রামে। এখনও সে সেখানেই থাকে । ঘরোয়া ক্রিকেটে সে বিহার ক্রিকেট দলের হয়ে খেলে। বলা হয়, সে ৪ বছর বয়স থেকে ক্রিকেট খেলতে শুরু করেছিল । প্রথমদিকে ক্রিকেটের কৌশল তার বাবা তাকে শিখিয়েছিল। এরপর ৯ বছর বয়সে তাকে ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করা হয় ।