লখনউ: এ মরশুমেই তাঁর আইপিএল অভিষেক ঘটেছে। তবে ইতিমধ্যেই দ্বিগেশ রাঠি (Digvesh Rathi) সকলের নজর কেড়ে নিয়েছেন। নিজের বোলিংয়ের পাশাপাশি তাঁর উইকেট পাওয়ার পর 'নোটবুক' সেলিব্রেশনও চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এবার সেই নোটবুকে কি পরবর্তীতে বিরাট কোহলির (Virat Kohli) নাম উঠতে চলেছে? দ্বিগেশকে এই প্রশ্নই করা হয়। জবাবে কী বলেন লখনউ সুপার জায়ান্টস বোলার?

আজ, মঙ্গলবার, ২৭ মে এবারের আইপিএল মরশুমের (IPL 2025) গ্রুপ পর্বের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস (LSG vs RCB)। লখনউয়ের ঘরের মাঠ একানা স্টেডিয়ামেই সেই ম্যাচ আয়োজিত হতে চলেছে। সেই ম্যাচের দর্শকদের সঙ্গে এক মজাদার প্রশ্নোত্তর পর্বে যোগ দেন দ্বিগেশ রাঠি সহ লখনউয়ের কয়েকজন ক্রিকেটার। সেখানেই রাঠিকে প্রশ্ন করা হয়, 'এরপর কার নম্বর?' অর্থাৎ এরপর তাঁর নোটবুকে কার নাম উঠতে চলেছে। দর্শকদের মধ্যে থেকেই 'বিরাট কোহলি'-র নাম ভেসে আসে। জবাবে দ্বিগেশ অত্যন্ত নম্রভাবে মাথা নারিয়ে এই পরামর্শ সরাসরি খারিজ করে দেন।

বিরাট কোহলির মতোই দ্বিগেশও দিল্লির ছেলে। ভারতীয় কিংবদন্তির প্রতি সম্মান থেকেই হয়তো দ্বিগেশ তাঁকে আউট করলে এই নোটবুক সেলিব্রেশন না করার সিদ্ধান্ত নিয়েছেন। আবার বিসিসিআইয়ের কড়া শাস্তিও কিন্তু এর অন্যতম কারণ হতে পারে।  ১৯ মে লখনউ সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে অভিষেক শর্মাকে আউট করে তাঁর বিখ্যাত 'নোটবুক' সেলিব্রেশন করতে দেখা যায় দ্বিগেশকে। এই সেলিব্রেশনের জেরে এর আগেও বিতর্কে জড়িয়েছেন লখনউয়ের স্পিনার। এর আগেও দ্বিগেশকে শাস্তি দেওয়া হয় বেতন কাটা হয়। তবে তাতে দমে না গিয়ে ফের একবার লখনউয়ের স্পিনারকে উত্তেডজিত ভঙ্গিমায় সেলিব্রেশন করতে দেখা যায়।  

এটি চলতি টুর্নামেন্টে দ্বিগেশের তৃতীয় আর্টিকেল ২.৫-র লেভেল ১ দোষ। এর জেরে তাঁকে দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এর আগে তাঁর দখলে তিন ডিমেরিট পয়েন্ট ছিলই। মোট পাঁচ ডিমেরিট পয়েন্ট হওয়ায় দ্বিগেশকে তাই এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়। এই নির্বাসনের জেরেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। সেই নির্বাসনের পর হয়তো দ্বিগেশের বধোদয় হয়েছে। তাই আরসিবির বিরুদ্ধে আবারও শাস্তি এড়াতে এই সেলিব্রেশন সিন্দুকে তুলে রাখছেন তিনি। তবে গোটাটাই জল্পনা। বিরাট বাদে অন্য কারুর উইকেট পেলে দিগ্বেশ এই সেলিব্রেশন করেন কি না, সেটাই গোটাটা পরিস্কার করে দেবে।